অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চান মেসিরা, ডাচদের সামনে USA চ্যালেঞ্জ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ রাতে ভারতীয় সময় ১২.৩০ নাগাদ ‘শেষ ১৬’-তে নিজেদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ফ্রান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে হারার পর তিউনিশিয়া এবং ডেনমার্ককে হারিয়ে এই জায়গায় পৌঁছেছে। তবে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করছেন না ফুটবল প্রেমীরা।

আর্জেন্টিনা এই ম্যাচে নামবে ফেভারিট হিসেবে এবং বড় ব্যবধানে জয় পাওয়ার প্রত্যাশায় থাকবে ফুটবল প্রেমীরা। সাম্প্রতিককালে এশিয়ার বেশ কয়েকটি দল বিশ্বকাপে অঘটন ঘটালেও অস্ট্রেলিয়ার আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের কোনও আশা আছে বলেই কেউ মনে করছেন না।

পোল্যান্ড এবং মেক্সিকোর বিরুদ্ধে যেভাবে মেসিরা জয় পেয়েছেন তাতে আর্জেন্টাইন ভক্তরা সন্তুষ্ট। একদিন মেসি নিজের হাতে দলকে উতরে দিয়েছেন। অপরদিন মেসির পেনাল্টি মিস সত্য ও দলগত ফুটবল জয় এনে দিয়েছে আর্জেন্টিনাকে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার খাতায়-কলমে অনেক দুর্বল দল হবে চাপ নিচ্ছেন না কেউই। বরং বিশ্বকে বার্তা দিয়ে এই ম্যাচ জিততে আগ্রহী মেসিরা।

আজকে অবশ্য মেসিরা মাঠে নামার আগে মাঠে নামবে লুইস ভ্যান হালের কোচিংয়ে থাকা ডাচরা। গ্রুপ পারবে যে দলগুলি অপরাজিত থেকে শেষ ১৬-তে পৌঁছেছে তাদের মধ্যে একটি দল হল নেদারল্যান্ডস। এখনো অবধি হারের মুখ না দেখলেও খুব একটা ভালো ফুটবলও খেলতে পারেনি ডাচরা। কোডি গ্যাকপো ম্যাজিক আরো একবার দেখা যায় কিনা সেদিকে লক্ষ্য থাকবে সকলেরই।

অপরদিকে তরুণ ও গতিশীল ফুটবলারে সমৃদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ওয়েলসের বিরুদ্ধে একটুর জন্যে জয় হাতছাড়া হয়েছিল। শক্তিশালী ইংল্যান্ডকে আটকে দিয়েছিল তারা। তারপর শেষ ম্যাচে ইরানকে হারিয়ে ‘শেষ ১৬’-র যোগ্যতা অর্জন করেছে তারা। দলে রয়েছে ক্রিশ্চিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাকেনি, সার্জিনিও ডেস্টের মতো অসাধারণ ফুটবলাররা। তাদের গতিশীল ফুটবল সমস্যায় ফেলতে পারে ডাচ ডিফেন্সকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর