লকডাউনে বাড়ি বসেই হরর, থ্রিলার বা কমেডির স্বাদ, রইল Hoichoi এর সেরা ওয়েব সিরিজের তালিকা

বাংলাহান্ট ডেস্ক: বাংলা বিনোদন প্ল‍্যাটফর্মগুলির মধ‍্যে অন‍্যতম হইচই (hoichoi)। এসভিএফ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এই সাইটটি খুব বেশি পুরোনো নয়। কিন্তু কিছুদিনের মধ‍্যেই বহু সাইটকে ছাপিয়ে গিয়েছে জনপ্রিয়তার নিরিখে। ওয়েব সিরিজ ছাড়াও এই সাইটে রয়েছে সিনেমা, মিউজিক ভিডিও, অরিজিনাল সিরিজ। এখানে রইল হইচই (hoichoi) এর সেরা ওয়েব সিরিজের তালিকা যার মধ‍্যে রয়েছে হরর, থ্রিলার, কমেডি ও আরও অনেক কিছু।

images 92
ব‍্যোমকেশ- শরদিন্দু বন্দ‍্যোপাধ‍্যায়ের কয়েকটি বাছাই করা ব‍্যোমকেশ বক্সীর গল্প নিয়ে তৈরি এই সিরিজ। ব‍্যোমকেশের চরিত্রে দেখা গিয়েছে হালের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে। অজিতের ভূমিকায় রয়েছেন সুব্রত দত্ত ও সত‍্যবতীর চরিত্রে ঋদ্ধিমা। সিরিজটির পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ‍্যায় ও সায়ন্তন ঘোষাল। সিজনের সংখ‍্যা ৪।

চরিত্রহীন- ড্রামা, রহস‍্য, প্রেম, হত‍্যা সব একই সঙ্গে পাবেন এই সিরিজে। কিরণ ও তার স্বামীর মৃত‍্যুর পর কিভাবে ঘটনাবলী পরিবর্তিত হতে থাকে সেই নিয়েই কাহিনির বুনন। সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য্য। দুই সিজনের এই সিরিজে অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী, ফ্লোরা নয়না গাঙ্গুলী, মুমতাজ সরকার ও নেহা চৌধুরী।

কামিনী- গ্রামের মেয়ে বিজলির সাহায‍্যে দুই প্রাইভেট ইনভেস্টিগেটর সাম‍্য ও অর্ণব কামিনীর লুকিয়ে থাকা সত‍্য খুঁজে বার করার চেষ্টা করে। হরর ও কমেডির মেলবন্ধনে এই সিরিজ জনপ্রিয়তার তালিকায় প্রথম দিকেই থাকবে। অভিনয়ে রয়েছেন সৌরভ দাস, বরখা বিস্ত, তৃণা সাহা ও অপ্রতিম চ‍্যাটার্জি।

মানভঞ্জন- রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে একই নামে তৈরি এই ওয়েব সিরিজ। অভিনয়ে রয়েছেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য্য ও অমৃতা চট্টোপাধ‍্যায়। সিরিজের পরিচালনা করেছেন অভিজিত চৌধুরী।

পাপ- একটি ঐতিহ‍্যশালী দূর্গাপুজোকে ঘিরে আবর্তিত হয় সিরিজের গল্প। এক ক্ষমতাশালী মহিলার গোপন তথ‍্য উন্মোচন, দুটো মৃত‍্যু রহস‍্য আরও ঘনিভূত করে তোলে। পূজা ব‍্যানার্জি, রাহুল ব‍্যানার্জি, রজত গাঙ্গুলী রয়েছেন এই সিরিজের মূল চরিত্রে।

একেন বাবু- সুজন দাশগুপ্তর বাঙালি গোয়েন্দা একেন বাবুকে নিয়ে এই সিরিজের গল্প। অনির্বান চক্রবর্তী, সৌম‍্য ব‍্যানার্জি রয়েছেন মূল চরিত্রে।

কার্টুন- এটি একটি সাইকোলজিকাল হরর সিরিজ। গ্রাফিক আর্টিস্ট অরিত্র ও তাঁর বাগদত্তা জিনিয়াকে নিয়ে সিরিজের গল্প। প্রধান চরিত্রে রয়েছেন পায়েল সরকার ও মৈনাক ব‍্যানার্জি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর