fbpx
টাইমলাইনভাইরাল

‘ম্যায়নে তেরে লিয়ে হি ছোড়া হ্যায় জমানা’ হিন্দি গানে জমজমাটি নাচ ছোট্ট মেয়ের

বাংলা হান্ট ডেস্ক : রানু মন্ডলের পর সামাজিক মাধ্যমে সব নাচ গানের ভিডিও পোস্ট করার একটা হিড়িক লেগেছে৷ অনেক খুদের অসাধারণ সব গান ভাইরাল হচ্ছে৷ কারোর আবার রঙ্গবতী চ্যালেঞ্জে কোমর দোলানো, কারোর আবার খালি গলায় গান, সবি মিলিয়ে ইন্টারনেটে জনপ্রিয় হওয়াটা কার্যত একটা ট্রেন হয়ে দাঁড়িয়েছে৷ তবে এগুলো আপাতত গ্যাজানো মনে হলেও এমন ভিডিও থাকে যেগুলি সত্যিই অবাক করে৷ আর তেমনি একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে কার্যত ঝড় তুলেছে৷

এক খুদে মেয়ের অসাধারণ নাচ ইতিমধ্যেই দর্শক ও ফেসবুক ব্যবহারকারীদের নজর কেড়ে নিয়েছে৷ ম্যায়নে তেরে লিয়ে হি ছোড়া হ্যায় জমানা, অ্যায়সে নজরে তো মুঝসে চুরানা জরা তেরা ইরাদা বাতা এই গানে নাচ করে ইন্টারনেট কাঁপাচ্ছে এক বছর দশেকের ছোট্ট মেয়ে৷ এনার্জি নিয়ে খুদে মেয়েটিকে নাচ করতে দেখে সকলেই থ বনে গিয়েছেন৷

ভিডিওটি দেখেই মনে হচ্ছে কোনো নাচের ক্লাস৷ টিউটর বা সিনিয়র কেউ একজনের সঙ্গে দশ বছরের মেয়েটি নাচ করছে৷ সেই নাচে এতটুকু খুঁত নেই, নেই এতটুকু ভয় ও জড়তা৷ সেই নাচ দেখে অন্যরা সকলেই ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন৷ মাত্র দু মিনিটের ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ হয় উঠেছেন সকলেই৷ লক্ষাধিক ভিউয়ার্স হয়েছে সেটির৷ এই ছোট্ট কুশলী মেয়ের নাচ দেখে টোখ বেঁকে গিয়েছে নেটি জনেদেরেও৷ সুনামির মতো সেটি কাঁপাচ্ছে ফেসবুক৷ মেয়েটি প্রশংসিত হয়েছেন বহু গুনীজনের কাছেও৷

Leave a Reply

Back to top button
Close
Close