‘ম্যাগি, পেনসিলের দাম বেড়েছে! চাইলে পেটায় মা’, প্রধানমন্ত্রীকে মন কী বাত শোনাল পাঁচ বছরের বাচ্চা

বাংলাহান্ট ডেস্ক : রোজ দাম বাড়ছে নিত্য দিনের দরকারি (Price Hike) জিনিসের। ম্যাগি (Maggi) থেকে শুরু করে পেন্সিল (Pencil), বাদ যাচ্ছে না কিছুই। তাই নাকি মা’কে একটা পেন্সিল চাইলে পাচ্ছে তো না, উল্টে দু’ঘা পড়ছে (Beats Up) পিঠে। মূল্যবৃদ্ধির জন্য তাকে ঠিক কী কী সমস্যায় পড়তে হচ্ছে, সব জানিয়ে মোদিজিকে (Narendra Modi) চিঠি লিখতে বসল প্রথম শ্রেণীর শিশু (Class 1 Student)।

   

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজের ক্লাস ওয়ানের ছাত্রী কৃতি দুবের সেই চিঠিই এখন সংবাদ মাধ্যমের শিরোনামে। জিনিসের দাম বাড়ার জন্য তার সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তার চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিতে কৃতি লিখেছে, ‘মোদিজি, আপনি জিনিসের দাম খুবই বাড়িয়ে দিয়েছেন। এমনকি, আমার পেন্সিল আর রবারেরও দাম বেড়ে গেছে অনেক। ম্যাগিও দামি হয়ে গেছে। এখন পেন্সিল চাইলেই মা আমাকে মারছে। অন্যরা আমার পেন্সিল চুরি করে নেয়। আমি কী করব এখন?’

হিন্দিতে লেখা সেই চিঠি দেখে হেসে গড়িয়ে পড়ছেন নেটিজেনরা। তবে একরত্তি কৃতির সারল্যে একই সঙ্গে মুগ্ধ তাঁরা। কৃতির বাবা বিশাল দুবে পেশায় একজন আইনজীবী। তিনি বলেন, ‘এটা আসলে আমার মেয়ের ‘মন কি বাত।’ কয়েকদিন আগে ও স্কুলে একটা পেন্সিল হারিয়ে ফেলে। মায়ের কাছে আরেকটা পেন্সিলের জন্য আবদার করে খুব বকা খেয়েছিল, তারপর থেকেই ও এই বিষয় নিয়ে একটু চিন্তায় আছে।’

কেন্দ্রীয় আধিকারিক অশোক কুমার সাংবাদিকদের জানান, তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে এই ছোট্ট মেয়েটির চিঠি সম্পর্কে জানতে পারেন । তিনি আরও বলেন, ‘আমি যে কোনও উপায়ে শিশুটিকে সাহায্য করতে প্রস্তুত এবং তার চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর