পুরো বিশ্বজুড়ে জারি লকডাউন, ভাইরাসের উৎপত্তিস্থল উহানে শুরু ব্যাস্ততার জীবন

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (Chaina) উহান (Wuhan) শহরের সিফুড মার্কেটের মাধ্যমে করোনা ভাইরাস (COVID-19) ছড়িয়ে পড়েছিল। আর বর্তমানে এই মারণ ভাইরাস সমগ্র বিশ্বে তাঁর ভয়াবহ তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। চীনের উহান শহর থেকে দীর্ঘ ৭৬ দিন পর লকডাউন অবস্থা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে উহানবাসী লকডাউনের অবস্থা থেকে মুক্তি পেয়েছে।

wuhan

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর ২৩ শে জানুয়ারী থেকে উহান শহরে লকডাউন অবস্থা জারী করা হয়েছিল। যার ফলে শহরের ১১ মিলিয়ন নাগরিক গৃহবন্দি হয়ে যায়। তবে এখন লকডাউন অবস্থা শেষ হওয়াতেই রাস্তায় গাড়ি বেরোতে শুরু করে দিয়েছে। প্রচুর মানুষকে শহরের বাইরে যাওয়ার জন্য ট্রেন এবং বিমানের জন্য অপেক্ষারত অবস্থায় থাকতে দেখা গেছে। কিছু মানুষকে তো কাজে যাওয়ার জন্য বাইরে যেতেও দেখা গেল।

wuhan 3333333333333

উহান শহর করোনা ভাইরাসের কেন্দ্র হিসাবে বিবেচিত ছিল। কিন্তু চীন সরকার গতমাসেই এই উহান শহরের উপর থেকে লকডাউনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ১.১ কোটি নাগরিকের এই উহান শহর করোনা ভাইরাসের দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছিল। চীনের প্রায় ৮২ হাজার করোনা আক্রান্তের মধ্যে প্রায় ৫২ হাজার মানুষ এই শহরেই আক্রান্ত হয়েছিল। গত ৭৬ দিন উহানের মানুষদের ঘর থেকে বেরোন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরোনর অনুমতি ছিল না। শহরের সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়েছিল।

wuhan 22222222222

উহানে লকডাউন তুলে নেওয়ার আনন্দে ইয়াংজি নদীর তীরে উৎসবের আয়জন করা হয়। উহান শহরকে একটি হিরোয়িক সিটির আদলে দেখা হয়েছিল। মানুষজন খুব আনন্দ উপভোগ করেছিলেন। চীনের উহানে ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। উহানের সিফুড মার্কেটে বিক্রিত জীবজন্তুর মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়েছিল। যা ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং আসতে আসতে তা মহামারির আকার ধারণ করে। চীনের উহানেও এখনও অবধি সবথেকে বেশিদিন লকডাউন অবস্থা জারী করা ছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর