উল্টো সুর লকেটের গলায়, দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে সরব বিজেপি সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে ফের বিজেপির (Bharatiya Janata Party) নেতাদের মধ্যে ভিন্ন সুর শোনা গেল। কিছুদিন আগে আলিপুরদুয়ারের  বিজেপি সাংসদ জন বার্লার পৃথক উত্তরবঙ্গ গড়ার দাবিতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এরপর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পৃথক রাঢ়বঙ্গের দাবি তুলে তোলপাড় করে দেন। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বঙ্গ ভাগের বিরোধিতা করেছিলেন। কিন্তু এখন আবার তিনি নিজের সুর পালটেছেন।

শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার পাশে দাঁড়িয়ে প্রথক উত্তরবঙ্গের দাবিতে সায় দেন। দিলীপবাবু বলেন, ‘স্বাধীন ভারতবর্ষে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি। চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা সবদিক থেকেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। তাঁদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা অন্য কোথাও যেতে হয়ে উন্নত সুবিধার জন্য।”

দিলীপবাবু বলেন, একই অবস্থা জঙ্গলমহলেরও। সেখানকার মা-বোনেরা শালপাতা, কেন্দুপাতা দিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁদের চাকরির জন্য ভিন রাজ্যে যেতে হয়। এমন কেন হবে? স্বাধীন ভারতবর্ষে কী তাঁদের উন্নয়নের অধিকার নেই?”

দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে বাংলা ভাগ নিয়ে আবারও শোরগোল পড়ে যায়। দিলীপবাবু এই মন্তব্য করে বুঝিয়ে দেন যে, তিনি জনও বারলা এবং সৌমিত্র খাঁদের রাজ্য ভাগের দাবির সমর্থক। আর এবার দিলীপবাবুর এই অবস্থানের বিরোধিতা করলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

রবিবার চুঁচুড়ায় একটি রাখিবন্ধনের অনুষ্ঠানে যোগ দিয়ে লকেট চট্টোপাধ্যায় দিলীপবাবুদের বাংলা ভাগের মন্তব্যের বিরোধিতা করেন। তিনি পরিষ্কার বলে দেন যে, বাংলা কখনও ভাগ হবে না। পাশপাশি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহাও দিলীপবাবুদের বাংলা ভাগের মন্তব্যের বিরোধিতা করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে, বাংলা ভাগ নিয়ে দলের কোনও নীতি নেই। আমরা বাংলা ভাগের বিপক্ষে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর