আকাশ বাতাস ছেয়ে গিয়েছে পঙ্গপালে, দেখুন রাজস্থান সহ দেশের পশ্চিমের রাজ্যগুলির ভয়ংকর ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ গত তিন দশকের সবচেয়ে বড় পঙ্গপালের (locust) আক্রমণ হয়েছে ভারতে (india)। রাজস্থান (rajastan), পঞ্জাব (Punjab) , হরিয়ানা (Haryana) , উত্তরপ্রদেশ (uttar pradesh) এবং মধ্যপ্রদেশের (Madhya pradesh) একাধিক গ্রামে ও শহরে ঢুকে পড়েছে পঙ্গপালের দল। হানা দিয়েছে ফসলের জমিতে।  পতঙ্গবিদদের ধারনা, ভারতে ৮ হাজার কোটি নতুন পঙ্গপাল জন্ম নেবে। পঙ্গপাল থেকে সুরক্ষিত নয় বাংলাও (bengal)৷ অনেকেই মনে করছেন আমফান পরবর্তী বাংলার আবহাওয়া সফট টার্গেট হতে পারে এই পতঙ্গের।

PicsArt 05 27 06.59.27

পঙ্গপাল যে কতখানি মারাত্মক তা ‘সহজ পাঠ’ থেকেই প্রতিটি বাঙালি শিশুর ধারনা আছে। এই পরিযায়ী পতঙ্গটির দল একাই যে কোনো দেশে দুর্ভিক্ষ আনার জন্য যথেষ্ট। মাইলের পর মাইল লম্বা দলগুলি গোগ্রাসে সাঙ্গ করে দিতে দেশের ফসল। স্বাভাবিকভাবেই মহামারির সময়ে এই পতঙ্গের আক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছে ভারতবাসীর কপালে।

https://www.instagram.com/p/CAshERLJGQE/?igshid=j7341pxqv1ic

পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে পঙ্গপালের বিশাল দল। রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। আতঙ্কে হরিয়ানা, মধ্যপ্রদেশের চাষীরাও। ইতিমধ্যে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ভারত—পাক সীমান্তে সামনের মাসেই আট হাজার কোটি পঙ্গপালের জন্ম হতে পারে। বর্ষাকালে ভারতের স্যাঁতসেঁতে পরিবেশে পঙ্গপাল ডিম পারে, আগামী জুনেই ভারত পাক সীমান্তে নিজেদের দলে নতুন ৮ হাজার কোটি সদস্য যোগ করে নিতে পারে তারা।

https://www.instagram.com/p/CApouifANHE/?igshid=mrjgtc18hzqu

বাংলার পতঙ্গবিদরা মনে করছেন, বর্ষাকালে বাংলার জলবায়ু এই পতঙ্গকে আকৃষ্ট করতে পারে। গঙ্গাপাড়ের হাওয়া, আদর্শ বংশ বৃদ্ধির পরিবেশ ও প্রচুর ফসলের কারনে বাংলা আক্রান্ত হতেই পারে। তবে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এই মুহুর্তে জোর কদমে পঙ্গপাল নিধনের কাজ চলছে পশ্চিম ভারতে। ডিম পাড়ার আগেই পঙ্গপালের দলকে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। যদিও এই বিশাল দলের সাথে এঁটে ওঠা খুব সহজ হচ্ছে না।

https://www.instagram.com/p/CApvuYhoHPj/?igshid=kugmmt967kvv

 

সম্পর্কিত খবর