করোনা আতঙ্কে স্থগিত লোকসভা ও রাজ্যসভা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতিতে নিয়ে বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে। গবেষকরা অনবরত চেষ্টা করে চলেছে এই রোগের প্রতিষেধক আবিস্কারের জন্য। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন (Lockdown) ঘোষণা করে দেওয়া হয়েছে। নাগরিকদের ঘর থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সতর্কতা মূলক বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে সকলকে।

করোনা আতঙ্কে এবার স্থগিত হলো লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। স্পিকার ওম বিড়লা সভাপতিত্বে সর্বদলীয় বৈঠকে সভার কার্যবিবরণী স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২ মার্চ থেকে শুরু হওয়া এই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

এর আগে লোকসভা অধিবেশন এ কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ভারত সরকারের কাছে করোনা ভাইরাস সম্পর্কিত একটি বিশেষ প্যাকেজের দাবি করেছিলেন পাশাপাশি তিনি বলেছিলেন,”ভারতের মানুষ আজ ভীত। সমস্ত বিল পাস হয়ে যাবেন, তবে এর আগে দয়া করে করোনার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করুন। বিশেষ প্যাকেজ ঘোষণা করুন। ”IMG 20200324 WA0012

জানা যাচ্ছে যে সরকার শিগগিরই এটি ঘোষণা করতে পারে। প্রসঙ্গত বর্তমানে লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে করার কারণে অনেক নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত নেই।
শিবসেনা, টিএমসি, এনসিপি এবং সমাজবাদী পার্টির সাংসদরা সোমবারের কার্যক্রমে অংশ নেননি। তিন দলের পক্ষ থেকে তাদের সংসদ সদস্যদের জন্য সংসদ ভবনে উপস্থিত না থাকার আদেশ জারি করা হয়েছিল।

সম্পর্কিত খবর