অনুপ্রবেশকারীদের তৃণমূলের ভোটে জেতার ভরসা বলে কটাক্ষ লকেটের

সদ্যই প্রকাশিত হয়েছে অসমের নাগরিক পঞ্জি চূড়ান্ত তালিকা৷ সেই তালিকা থেকে বাদ পড়েছেন উনিশ লক্ষ মানুষ৷ অসমের নাগরিক পঞ্জির বিরোধিতা করে সামাজিক মাধ্যমে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি শাসিত অসমে এনআরসি চালু হওয়ার পর পশ্চিমবঙ্গেও সুযোগ পেলে এনআরসি চালু করা হবে এমনটাই জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শুধু তাই নয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার ব্যাপারে ইঙ্গিত প্রকাশ করা হয়েছিল৷ এ বার এনআরসি নিয়ে মুখ খুলে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনেই পশ্চিমবঙ্গে এক কোটি অনুপ্রবেশকারী রয়েছে বলে জানান৷

রাজ্যে যেভাবে অনুপ্রবেশকারী ঢুকেছে এবং সন্ত্রাস চলছে তাতে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা বিশেষভাবে প্রয়োজন বলে জানান লকেট চট্টোপাধ্যায়৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বাঙালির নাম করে তিনি সকলকে ভুল বোঝাচ্ছেন, এমনকি বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলেন লকেট৷ এ দিন লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনেই শত চেষ্টা করলেও তৃণমূল এরআরসি কখনই আটকাতে পারবে না বলে জানান৷

এমনকী বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল এনআরসি আটকাতে মরিয়া হয়ে উঠেছে বলেন তিনি৷ পাশাপাশি জাল ভোটার আইডি কার্ড বানিয়ে অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল, তৃণমূলের ভোটে জেতার একমাত্র ভরসা অনুপ্রবেশকারীরা৷ তাই তাঁদের ভোটের তালিকা থেকে বাদ দিলেই তৃণমূল তাঁদের হার নিশ্চিত এই জেনেই এনআরসির বিরোধিতা করছে রাজ্য সরকার বলেন লকেট৷

উল্লেখ্য, অসমের নাগরিক পঞ্জিকার চূড়ান্ত তালিকা প্রকাশের দিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন মুসলিমদের কোনও জায়গা নেই সুযোগ পেলেই এনআরসি চালু করার পর বিদেশিদের খুঁজে খুঁজে নাগরিকত্ব বিল পাশ করে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷

সম্পর্কিত খবর