লন্ডন ব্যবসা করেছে সালমান-শাহরুখ

বাংলা হান্ট ডেস্ক:সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সোনা যায় সালমান খান আর শাহরুখ খানের কথা। বেশি শোনা যায় ঝগড়ার কথা। কিন্তু এবার দুজনের ব্যবসার কথা শোনা গেল।বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বন্ধুত্বের বয়স কয়েক দশক। দুই পরিবার নানা উপলক্ষে একসঙ্গে হয় প্রায়ই। সূত্রে জানা যায়, দুই পরিবারের সদস্যরা মিলে লন্ডনে ব্রস ব্রাদার ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানি খুলেছেন।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর নিবন্ধিত এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আছেন শাহরুখ, সালমানের বাবা সেলিম খান, ভাই সোহেল খান ও আরবাজ খান।

এমনকি ভাইজানের বিয়িং হিউম্যানের নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও আছে পরিচালক হিসেবে। নিবন্ধন ফাইলে শাহরুখের মুম্বাইয়ের বাংলো মান্নাতের ঠিকানা ব্যবহার করা হয়েছে। সেলিমের ঠিকানা হিসেবে আছে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট।

তবে ব্রস ব্রাদারের রহস্যময় চরিত্র হলেন অঞ্জলি শর্মা। তার ঠিকানায় ব্যবহার করা হয়েছে লন্ডনের একটি মেইল বক্স সার্ভিসের নম্বর। শাহরুখ-সালমান ভক্তদের কাছে এই নামটি পরিচিত ঠেকতে পারে। হ্যাঁ, করণ জোহরের বিখ্যাত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অন্যতম চরিত্র অঞ্জলি। এই চরিত্রে অভিনয় করেছিলেন কাজল ও ছোট্ট সানা সায়েদ।

কেউ মজা করে এই নামে নিবন্ধন করেছেন। যেখানে পরিচালক হিসেবে বলিউডের প্রথম সারির অভিনেতাদের নাম ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে সালমান খানের বিজনেস ম্যানেজার জোর্ডি প্যাটেল জানান- সালমান, তার পরিবার বা বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত কেউ এ ধরনের কোনো উদ্যোগের সঙ্গে নেই। এমনকি এই বিষয়ে তাদের কোনো ধারণাই নেই।

সম্পর্কিত খবর