লম্বা স্বামী এবং খাটো স্ত্রী হল সুখী সংসারের গোপন রহস্য, মত গবেষকদের

বাংলাহান্ট ডেস্কঃ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) একটি বিখ্যাত সিনেমার একটি জনপ্রিয় গানের লাইনে তিনি বলেছিলেন- বউ যার লম্বা হবে, তাঁর বাড়িতে সিঁড়ির আর প্রয়োজন নেই। বউই সিঁড়ির কাজ করে দেবে।’ তবে কিন্তু সমিক্ষা এখন বলছে বর যদি বউয়ের থেকে অনেকটা লম্বা হয়, তাহলে সংসার ভালোবাসা (Love), সুখ-শান্তিতে ভরে যাবে।

amitav

৭৮৫০ নারীর উপরে গবেষণা করে দেখা গেছে, যাদের স্বামী তাঁদের তুলনায় অনেক বেশি লম্বা, তাঁরা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি সুখী রয়েছেন। তবে নারীরা নাকি তাঁদের থেকে বেশি লম্বা পুরুষের প্রতিই বেশি আকৃষ্ট হয় বলেও মনে করেন তাঁরা। তবে এই আকর্ষণ নাকি বিয়ের পর মাত্র ১৮ বছর পর্যন্ত থাকে।

লম্বা স্বামী ( Tall husband) এবং খাটো স্ত্রী (Little wife) এই জুটিটাকেই কিন্তু বেশি নম্বর দিচ্ছেন গবেষকরা। তাঁদের মতে, পুরুষ যদি লম্বা (Tall),  ) এবং স্মার্ট (Handsome) হয়, তাহলে তাঁর কাজের ক্ষেত্রে তাঁর অনেক সুনাম হবে। যার ফলে তাঁর কাজের দিকে কোন সমস্যা না থাকায় বাড়িতে তাঁরা অনেক বেশি সময় সময় কাটাতে পারে। আরাম করে সঙ্গিনীর সঙ্গে সুখের মুহুর্তে বিরাজ করতে পারে। তবে এই লম্বা স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ থাকে নাকি মাত্র ১৮ বছর। তারপর সেটা ধীরে ধীরে কমে যায়।

গবেষকদের মতে স্বামী ফর্সা, সুন্দর, লম্বা আর বিচক্ষণ হলে কর্মক্ষেত্রে তাঁর দ্রুত বৃদ্ধি হয়। তাঁদের সফলতা বাড়লে, আত্মবিশ্বাসও বেড়ে যায়। যার জন্য তাঁরা তাঁর সঙ্গীকে নিয়ে নিরাপত্তায় কম ভোগে। গবেষণায় বলা হয়েছে, পুরুষের থেকে নারী ১.০৯ গুণ বেশি লম্বা হলে পরিবার হবে সুখের (happy family), যেখানে বিন্দুমাত্র থাকবে না দাম্পত্য কলহ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর