ভারতে অন্ধকার গুহা থেকে মিলল বিশ্বের সব থেকে লম্বা ভূ-গর্ভস্থ মাছ

পৃথিবীতে নানান প্রজাতির মাছ (fish) পাওয়া যায়। তাদের একেকটির বৈশিষ্ট্য একেক রকম। রুই- কাতলা- মৃগেলের মত মাছ আমরা সকলেই চিনি। কিন্তু এমন কিছু মাছ আছে তারা থাকে মাটির নীচে অন্ধকার গুহার অন্দরে। ভারতের মেঘালয় রাজ্যে মিলল এই বিশেষ মাছের সবচেয়ে লম্বা প্রজাতি।

   

জয়ন্তিয়া পাহাড়ের এক গভীর গুহা থেকে উদ্ধার হয়েছে এই মাছটি। ‘Caving in the Abode of Clouds’ নামে এক অভিযানে গিয়ে ওই মাছ উদ্ধার করেন স্কটল্যান্ডের ড্যানিয়েল হ্যারিস। এর আগে যত ভূগর্ভস্থ মাছের সন্ধান পাওয়া গিয়েছিল তাদের মধ্যে সব চেয়ে বড়টি ছিল ৮ সেমি লম্বা। এটির দৈর্ঘ্য ৪০ সেমি অর্থাৎ প্রায় ৫ গুন। জানা যাচ্ছে বিবর্তনের কারনে এই মাছটি চোখ নেই৷

এর আগে, ভারতের বুকে ১০ কোটি বছর ধরে বেঁচে থাকা এক মাছের খোঁজ পাওয়া গিয়েছিল কেরালায়। বিজ্ঞানীদের একটি দল পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলে এই মাছের খোঁজ পান। আবিষ্কৃত মাছটি এক প্রজাতির স্নেকহেড মাছ।  পৃথিবীতে পাওয়া অন্য স্নেকহেড মাছের প্রজাতির চেয়ে এই মাছেরা সম্পূর্ণ আলাদা। এটিকে একটি নতুন প্রজাতি হিসাবে স্বীকার করছেন বিজ্ঞানীরা

স্নেকহেড মাছ সাধারণত মিষ্টি জলে বসবাস করে। আফ্রিকা এবং এশিয়াতেই সবচেয়ে বেশি দেখা মিলেছে এদের। এই শিকারী মাছ তাদের দীর্ঘ পৃষ্ঠ পাখনা, বড় মুখ এবং চকচকে দাঁতের জন্য অন্যদের থেকে আলাদা।

গোলম স্নেকহেড নামে কেরালায় নতুন আবিস্কৃত এই মাছের প্রজাতি সম্পর্কে সবচেয়ে মজার বিষয় হ’ল বিজ্ঞানীরা এটিকে একটি ‘জীবন্ত জীবাশ্ম’ হিসাবে বর্ণনা করেছেন।

 

সম্পর্কিত খবর