শবনম থেকে মীরা! কৃষ্ণপ্রেমে মোহিত হয়ে সনাতনী হলেন মুসলিম গৃহবধূ, বৃন্দাবনেই কাটাতে চান বাকি জীবন

বাংলা হান্ট ডেস্ক : শচীনের প্রেমে পাকিস্তান (Pakistan) থেকে ভারতে আসেন পাকিস্তানের সীমান্ত হায়দার। একই ভাবে একজন শবনমও মুসলিম ধর্ম ত্যাগ করে কৃষ্ণ প্রেমে বৃন্দাবনে চলে এসেছেন। এখন তিনি শবনম থেকে মীরা হয়ে শ্রী কৃষ্ণের ভক্তিতে (Lord Krishna Devottee) মগ্ন হয়ে ভগবানের কাছে সবকিছু সমর্পন করেছেন। যা এখন বৃন্দাবনের সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ভগবান শ্রী কৃষ্ণের বাণী ভাগবত ধর্ম নগরী বৃন্দাবনের রাস্তায় ভাগবত গল্পের বই এবং তাঁর কীর্তন বিক্রি করে জীবন কাটাচ্ছেন। এই মহিলা ভক্তদের সঙ্গে শ্রী কৃষ্ণের লীলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি শবনম, মোরাদাবাদে বসবাসকারী এক মুসলিম মহিলা। তিনি এখন বৃন্দাবনে কৃষ্ণের ভক্তিতে মগ্ন হয়ে প্রেমিকা মীরার বেশে কৃষ্ণের গান গাইছেন।

এই মুসলিম মহিলা, যিনি শবনম থেকে মীরা হয়েছিলেন, তিনি এখন সনাতন ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, নিরলস ভাবে সনাতন ধর্ম প্রচার করে চলেছেন। তিনি মানুষকে বুঝিয়ে চলেছেন পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মই সবচেয়ে বড় এবং সেরা। এখানে নারীদের বারবার তালাক দেওয়া হয় না, এখানে শুধু সে স্বামীর ঘরে আসে পালকি চড়ে। তার মৃতদেহও ওই একই স্বামীর বাড়ি থেকে তোলা হয়। যদিও ইসলামে এটি নেই,

krishna
শবনম ওরফে মীরা বলেন যে উভয় ধর্মেরই নিজস্ব বিশ্বাস রয়েছে এবং আমি বলি যে আমি আজ সনাতন ধর্ম গ্রহণ করে খুব খুশি কারণ এখন আমি কৃষ্ণের জন্য বৃন্দাবন ধামে আশ্রয় পেয়েছি। আমার বাকি জীবনের একটাই ইচ্ছো, এখানে থেকেই যেন আমার জীবন কৃষ্ণের ভক্তিতে কাটিয়ে দিতে পারি।

শবনম থেকে মীরা হয়ে ওঠা মহিলা জানান যে তিনি এখন প্রতিদিনই ভগবান শ্রী কৃষ্ণের স্তোত্র গেয়ে থাকেন। সনাতন ধর্ম অনুসারে তাঁর পূজা করেন। প্রতিদিন সে মন্দিরে যায় এবং ভোর হওয়ার সাথে সাথেই ভঝগবানের নাম জপ শুরু করেন।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর