ভগবান রাম আমাদের পূর্বপুরুষ, রাম মন্দিরের ভূমি পূজনে যোগ দেবেন বহু মুসলিম ধর্মাবলম্বীরা

বাংলাহান্ট ডেস্কঃ বহু ঝড় ঝাপটা পেরিয়ে আগামী ৫ ই অগস্ট রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) সহ আরও ২০০ জন উপস্থিত থাকবেন। করোনার কারণে মান্য হবে সমস্ত রকম সামাজিক দূরত্ব। এদিন এক অকাল দীপাবলির সাক্ষী থাকবে গোটা দেশ।

   

উপস্থিত ব্যক্তিবর্গ
এদিন এই অনুষ্ঠানে বরিষ্ঠ বিজেপি নেতা এল কে আদবানি, এম এম যোশী ও আরএসএস প্রধান মোহন ভগবত সহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের উপস্থিতিতে বাঁধা থাকলেও এদিন অযোধ্যার প্রতিটি বাড়ি প্রদীপের আলোয় সেজে উঠবে।

অংশগ্রহণ করবেন মুসলিম ভক্তরাও
রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানে বহু মুসলিম অংশগ্রহণ করতে আসছেন। ভগবান রাম হিন্দুদের একজন আরাধ্য দেবতা হলেও, মুসলিম ধর্মের মধ্যে তাঁর প্রচুর সংখ্যকও ভক্ত রয়েছেন। তাঁরও এদিন অনুষ্ঠানে সামিল হতে ইচ্ছুক। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বে থাকা অনিল সিং জানিয়েছেন, ‘রাম মন্দিরের ভূমি পূজার জন্য ভগবান রামের এক ভক্ত তাঁর আদিবাড়ি ছত্তিশগড় থেকে একটি ইটও নিয়ে আসছেন’।

ভগবান রাম আমাদের পূর্বপুরুষ
এই অনুষ্ঠানের বিষয়ে ফৈজাবাদ জেলার বাসিন্দা জামশেদ খান বলেছেন, ‘‌আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আলাদা নিয়ম পালন করি বলে আমাদের পূর্বসূরীরা কিন্তু বদলে যায়নি। ভগবান রাম আমাদের পূর্বপুরুষ, একথা আমরা বিশ্বাস করি।’ তাই এদিন হিন্দু ভাইদের সাথে রাম মন্দিরের অনুষ্ঠানের কাজে অংশ নেব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর