পুলিশকে চড় মেরে ৩০০ টাকার বন্ডে জামিন পেলেন মদন মিত্র

বাংলাহান্ট ডেস্কঃ ২০০৯ সালে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রের (madan mitra) বিরুদ্ধে উঠেছিল পুলিশকে চড় মারার অভিযোগ। দায়ের হয়েছিল মামলা। দীর্ঘ ১১ বছর সেই মামলা থেকে নিষ্পত্তি পেলেন মদন মিত্র। জামিন পেলেন ৩০০ টাকার ব‍্যক্তিগত বন্ডে।

বাম আমলে ২০০৯ সালে মদন মিত্রের নামে পুলিশকে চড় মারায় মামলা দায়ের হয়েছিল নিউ মার্কেট থানায়। দীর্ঘ ১১ বছর পর আত্মসমর্পন করলেন বুধবার ব্যাঙ্কশাল আদালতে। অবশেষে একুশের নির্বাচনের পূর্বে জামিন পেলেন মদন মিত্র। বর্তমান সময়ে শুভেন্দু অধিকারী রাজ‍্য সরকারের পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর, পরিবহন দফতরের বেশকিছু গুরু দায়িত্ব এসে পড়েছে তার উপর। সেই সঙ্গে আবারও বেশ কিছুদিন পর সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি।

madan mitra pti

নিজের নামের পাশে থাকা ২৯ টি কেসের মধ্যে থেকে একটিতে মুক্তি পেয়ে সরাসরি আক্রমণ করলেন বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে। মদন মিত্র বললেন, ‘দেখবেন শুভেন্দুর নামে ও কোন কেস নেই আর বিজেপির বিরুদ্ধেও কোন কেস নেই। যা আছে সব মদন মিত্র আর তৃণমূলের নামে। দেখুন বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে আমি ১ লক্ষ কেস খেতেও রাজি আছি। তবে এলড়াই কিন্তু থামবে না’।

‌এদিন আদালত চত্বরে দাড়িয়েই মদন মিত্র বললেন, ‘আমি নিজেই জানি না কবে, কখন, কোথায় কাকে চড় মেরেছি। আমার হাত দেখে আপনাদের কি মনে হয় আমি কখনও মশা পর্যন্ত মেরেছি? দেখুন আমি কিন্তু আইন মেনেই চলি। তাও আমার বিরুদ্ধে এখনও ২৮ টা মামলা রয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর