‘কালো কুকুর চিৎকার করে” ধনখড় প্রসঙ্গে বিস্ফোরক মদন মিত্র

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) নিয়ে বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে কামারহাটির তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সোমবার তিনি বলেন, ‘রাজ্যপাল যেখানেই যান, সেখানেই ওনাকে কালো কাপড় দেখানো হয়। যদি এটা কোনও সিনেমার দৃশ্য হত, তাহলে কালো কুকুরকে চিৎকার করতে দেখানো হত।” মদন মিত্র আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করব যে তাঁরা যেন কখনও কখনও হলুদ, লাল আর সোনালী রঙের কাপড় দেখাক। ধনখড় যেখানেই যান, সবসময় ওনাকে কুকুরের মতো কালো কাপড় কেন দেখানো হয়? বিধায়ক আরও বলেন, যখন ছোট ছিলাম পাড়ার লোকেরা বলতেন, কালো কুকুর চিৎকার করে। জানি না, জনতা ওঁকে কী ভাবেন !

   

বলে দিই, গত সপ্তাহেই দিল্লী গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোড়া বৈঠক সেরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের বিরুদ্ধে মন খোলা নালিশ জানিয়ে এবং গুরুত্বপূর্ণ বৈঠক সেরেই সবেমাত্র শনিবার কলকাতায় ফিরেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিল্লী থেকে ফিরেই উত্তরবঙ্গ সফরের ঘোষণা করেছিলেন রাজ্যপাল। তবে রাজ্যপালের এই দিল্লী সফর বেশ কিছুটা তাৎপর্য বলে মনে করা হচ্ছে।

সেইমত পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল। সেখানে তিনি জানান, সোমবার কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের সামনে, রাজ্য সরকারের বিরুদ্ধে কিছুটা ক্ষোভও উগরে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এরপর সোমবার কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার পথে, কার্শিয়াং-র কাছেই রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হলে বেশ কয়েকজন। এপ্রসঙ্গে কার্শিয়াং ব্লকের তৃণমূলের (tmc) সম্পাদক সমৃত ছেত্রী জানিয়েছেন, ‘দিল্লীতে গিয়ে রাজ্যপাল বাংলার অনেক অপমান করেছেন। সঙ্গে নিজের পদের অমর্যাদাও করেছেন। সেইকারণেই আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম’।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর