মোমের মূর্তি বানিয়ে মৃত স্ত্রীর স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ স্বামীর, ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার 

বাংলাহান্ট ডেস্ক, viral video: প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। বেশ কিছু ভিডিও যেমন আমাদের আনন্দে আত্মহারা করে তোলে তেমনই কয়েকটি আমাদের চোখে জল আনে। সম্প্রতি কর্ণাটকের এক ব্যক্তি তার মৃত স্ত্রীর জন্য এমন কিছু করেছেন, যা দেখে আবেগাপ্লুত নেটপাড়া।

২০১৩ সালে শিল্পপতি শ্রীনিবাস গুপ্তের স্ত্রী মাধবী গাড়ি দুর্ঘটনায় মারা যান। কোপ্পলে নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় তিনি স্ত্রীর স্মৃতির সিলিকন মোমের একটি মূর্তি তৈরি করান। যা দেখে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না মূর্তিটি জীবন্ত নয়। সিলিকন মোমের তৈরি মূর্তি সাধারণ ভাবে বহু বছর অবিকৃত থাকে৷ মূর্তিটি কমলা শাড়ি পরিহিতা একই সাথে সুন্দরভাবে অলংকার দিয়ে সাজানো।  সোফায় বসে থাকা মাধবীকে দেখে মনে হয় বেঁচে আছেন।

স্ত্রীর মূর্তির কথা বলতে গিয়ে  শ্রীনিবাস গুপ্ত সংবাদ মাধ্যমকে জানান, “এই বাড়িটি মাধবীর স্বপ্ন ছিল।”  এই মূর্তিটি তৈরি করেছেন বেঙ্গালুরু নিবাসী ভাস্কর শ্রীধর মুর্তি।  এটি তৈরি করতে শ্রীধরের এক বছরের বেশী সময় লেগেছিল। শ্রীনিবাসের কথায় ”আমি আরেকবার আমার বাড়িতে স্ত্রীকে দেখতে পেয়ে খুবই আনন্দিত,  এটা ওর স্বপ্নের বাড়ি ছিল।”

সংবাদ সংস্থা এএনআইকে ট্যাগ করে সন্দীপ পান্ডে নামের এক টুইটার ব্যাবহারকারী এই ভিডিওটি পোস্ট করেছেন। পোস্ট করার সাথে সাথেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ২৬ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছে এই ভাইরাল ভিডিও। দেখে নিন আপনিও

https://twitter.com/butterf23893966/status/1293035830353829889?s=19

সম্পর্কিত খবর