দলীয় নেতৃত্বদের বুথ সংগঠন বিস্তারের নির্দেশ নাড্ডার, শোনা হবে না কোনোরকম অজুহাত

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনে রাজ্যে মিরাক্কেল ফল করেছে বিজেপি। তাই এবার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা নিজেদের দিকে আনতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। কখনও দুর্গাপুজোকে হাতিয়ার করে আবার কখনও বিজেপি কোনো বিজেপি সদস্য মারা গেলে তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে নিজেদের দলে আনার আপ্রাণ চেষ্টা করছে বিজেপি। তাই তো বিজেপির কেন্দ্রীয়রা বার বার রাজ্যে এসে বিজেপির দলীয় নেতৃত্বদের নিয়ে বাঠক করছেন।

তাই তো মোহন ভাগবতের পর এবার নাড্ডা এলেন শহর কলকাতায়। রবিবার কলকাতার স্যুইস হোটেলে দলের রাজ্য নেতানেত্রীদের সঙ্গে বিজেপি নেতৃত্বদের সঙ্গে তৃণমূল স্তরে সংগঠন করতে হবে, আর এই বিষয়ে দলীয় নেতৃত্বদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাই কখনও কোনো অজুহাত শোনা চলবে না বলেও কার্যত হুঁশিয়ারি।

 এই প্রথমবার সর্বভারতীয় কার্যকরী সভাপতির দায়িত্ব নেওয়ার পর কলকাতায় পা রাখলেন তিনি। 370 ধারা অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ার পর সেমিারে বক্তব্য রেখেছেন নাড্ডা। এদিন তাই বিশেষ ধারা প্রত্যাহার করা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে একহাত নিলেন নাড্ডা। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলে জানান। একইসঙ্গে সংগঠন বিস্তার করতে হবে বলেও পরামর্শ দেন। তাঁর স্ত্রীও যেহেতু বঙ্গের তাই বাংলার রাজনীতিকে হাতের তালুতে রাখতে বার বার পরামর্শ দিয়েছেন নাড্ডা।

রবিবার স্যুইস হোটেলে বিজেপির রাজ্যের নেতৃত্বদের সঙ্গে বৈঠকে নাড্ডা একাধিক পরামর্শও দেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর নাম করে রাজ্যের জন্য তিনি কি করেছেন, বিজেপি কর্মীদের মৃত্যুর জন্য দায়ীও করেন মমতা। এবং এসব বিষয়ে কান না দিয়ে বিজেপির বিভিন্ন কর্মসূচি নিয়ে জানার পরামর্শও দেন তিনি। তাই এবার বুথ স্তর অবসধি বিস্তারের কথা জানান। প্রতিটি বুথে বুথে যাওয়ার পরামর্শ দেন বিজেপি নেতৃত্বদের। এবং জনসংযোগ তৈরি করার কথা বলেন তিনি।

 

সম্পর্কিত খবর