গলব্লাডারে পাওয়া গিয়েছে স্টোন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আপাত স্থিতিশীল মাধবী মুখোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ‍্যায় (Madhabi Mukherjee)। ছয় দিন ধরে আলিপুরের উডল‍্যান্ডস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া এবং রক্তাল্পতার কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ বর্ষীয়ান অভিনেত্রী।

জানা যাচ্ছে, মাধবীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি ছিল। এখন সেটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে অভিনেত্রীর গলব্লাডারে স্টোনও পাওয়া গিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। দ্রুত অস্ত্রোপচার করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Ms Madhabi Mukherjee with Actress Arpita Chatterjee at the trailer launch ceremony 1
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মাধবী মুখোপাধ‍্যায়। ভুগছিলেন রক্তাল্পতার সমস‍্যায়। সুগারেরও সমস‍্যা ছিল। গত শুক্রবার সকালে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। আর দেরি করেননি পরিবারের সদস‍্যরা। তড়িঘড়ি অভিনেত্রীকে ভর্তি করা হয় আলিপুরের উডল‍্যান্ডস হাসপাতালে। সেখানকার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল তাঁকে।

অভিনেত্রীর পরিবার সূত্রে জানানো হয়, ভিড়ভাট্টার কারণে নিয়মিত চেকআপের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুক্রবার সুগার পরীক্ষার পাশাপাশি সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষাও করা হয়েছিল। কিন্তু তেমন আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। তবে সোডিয়ামের পরিমাণ সামান‍্য কম রয়েছে বলে মিলেছিল খবর।

আপাতত অনেকটাই সুস্থ মাধবী। তবে খাবারের পরিমাণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। সেই সঙ্গে সুষম, পুষ্টিকর খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে বর্ষীয়ান অভিনেত্রীর। তাঁর বাড়ি ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, খুব ছোট বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন মাধবী। অভিনয় জগতে পা রাখার পর আসল নাম মাধুরী বদলে মাধবী রাখেন তিনি। সত‍্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহার মতো সে সময়কার তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর