স্লট লিডার হয়েও টিকল না, তিন মাস হতে না হতেই শেষ ‘মাধবীলতা’

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Serial) বন্ধের যেন হিড়িক উঠেছে চ্যানেলে চ্যানেলে। নতুন সিরিয়াল শুরু আর পুরনো সিরিয়াল শেষের প্রতিযোগিতা শুরু হয়েছে প্রথম সারির চ্যানেলগুলিতে। অবশ্য হালে যে সিরিয়ালগুলি বন্ধ হচ্ছে, সেগুলোর সবকটাই যে পুরনো এমনটা কিন্তু বলা যায় না। মাত্র কয়েক মাস চলতে না চলতেই টিআরপির অভাবে গল্পে দাঁড়ি পড়েছে এমন উদাহরণ বড় কম নেই।

   

অতি সম্প্রতি জি বাংলায় শেষ হয়ে গেল ‘লালকুঠি’। মাত্র ছয় মাস চলেই ইতি টানা হল বিক্রম অনামিকার গল্পে। এবার একই পথের শরিক হতে চলেছে স্টার জলসার ‘মাধবীলতা’ (Madhabilata)। মোটে তিন মাস হল শুরু হয়েছে সিরিয়ালটি। এর মধ্যেই শেষের গুঞ্জন ছড়িয়ে পড়েছে টেলিপাড়ায়। সবুজ আর মাধবী নাকি আর মাত্র কয়েক দিনেরই অতিথি।


অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় ওরফে সবুজও স্বীকার করে নিয়েছেন এ খবর। আগামী ৩০ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে মাধবীলতার শুটিং। যদিও তড়িঘড়ি সিরিয়াল শেষ করে দেওয়ার কারণ তিনি খোলসা করেননি। বরং জানিয়েছেন, চ্যানেল এবং প্রযোজক সংস্থাই সেটা বলতে পারবে।

সিরিয়ালের নায়িকা মাধবী গ্রামের আদিবাসী মেয়ে। জঙ্গল তার প্রাণ। জঙ্গলের প্রতিটা গাছকে সে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করতে চায়। ওই গ্রামেই ঘুরতে আসে নায়ক সবুজ। পেশায় সে ফটোগ্রাফার। সুন্দরী আর সাহসী মাধবীকে প্রথম দেখাতেই মন দিয়ে বসে সবুজ। তার ছবিও তোলে সে। এই ছবিবাবুরই বউ এখন মাধবীলতা।

ভিন্ন ধরণের গল্প নিয়ে শুরু হয়েছিল মাধবীলতা। সেরা দশের টিআরপি তালিকাতেও প্রথম থেকেই জায়গা করে নিচ্ছিল সিরিয়ালটি। কিন্তু যত দিন এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে মাধবীলতা। শ্রাবণী সুস্মিতের জুটি দর্শকদের মনে ধরলেও ট্রোল কম হয়নি সিরিয়ালটি। মাধবীলতা দুটি সিরিয়াল শুরুর অপেক্ষায় রয়েছে জলসায়। মাধবীলতা শেষ হলে ওই স্লট দখল করবে নতুন সিরিয়াল পঞ্চমী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর