এই বয়সেই মায়ের গানের ভক্ত ছোট্ট কেশব, ছেলেকে কোলে নিয়ে গান গেয়ে শোনালেন মধুবনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় জুটি রাজা গোস্বামী (raja goswami) ও মধুবনী গোস্বামী (madhubani goswami)। দীর্ঘদিনের বিবাহিত জীবনের পর সম্প্রতি নতুন বাবা মা হয়েছেন তাঁরা। রাজা মধুবনীর সংসার আলো করে এসেছে ছোট্ট ভদ্রলোক, কেশব। ছেলেকে ঈশ্বরের দান বলে মনে করেন মধুবনী। কৃষ্ণ ও শিবের নাম মিলিয়েই নাম রেখেছেন একরত্তির।

এখন সারাটা দিন ছেলের দেখভাল করতেই কেটে যাচ্ছে তাঁর। কেশব আসায় অনেক বদলে গিয়েছেন রাজাও। আগের থেকে অনেক বেশি সময় নিয়ে সচেতন হয়ে উঠেছেন। তবে মা হওয়ার পর থেকেই স্ত্রী ও ছেলের থেকে আলাদা ঘুমোতে হচ্ছিল রাজাকে। কারণ শুটিংয়ের জন‍্য রোজই বাইরে বেরোতে হতো তাঁকে। তাই অতিরিক্ত সুরক্ষা নিয়ে তবেই ছেলেকে কোলে নিতে পারতেন তিনি। তবে এখন শুটিং বন্ধ থাকায় বেশ সুবিধাই হয়েছে রাজার। ছেলের সঙ্গে এখন অনেকটা সময় কাটাতে পারছেন তিনি।


মধুবনীর সোশ‍্যাল মিডিয়াতেও এখন কেশবেরর ছবিরই ছড়াছড়ি। কখনো ছেলেকে আদর ক‍রে ঘুম পাড়াচ্ছেন আবার কখনো কোলে নিয়ে গান শোনাচ্ছেন মধুবনী। খুদে হলেও এই বয়সেই মায়ের গান শুনতে খুব ভালবাসে কেশব। তাই মাঝে মাঝেই ছেলেকে গান গেয়ে শোনান অভিনেত্রী।

https://www.instagram.com/p/CPONnSEgJpP/?utm_medium=copy_link

সম্প্রতি এমনি গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন মধুবনী। কেশবকে কোলে নিয়ে গান গেয়ে শোনাচ্ছেন তিনি। মজা করে ছেলেকে মেয়েদের পোশাক পরিয়েছেন তিনি। ভিডিওর ক‍্যাপশনে মধুবনী লিখেছেন, ‘মায়ের গান শুনতে কেশব খুব ভালবাসে। তাই মা কেশবকে ঝিলমিল সিঁতারো কা আঙ্গন হোগা গেয়ে শোনাচ্ছে। মাম্মা আজ দুষ্টুমি করে কেশবকে মেয়েদের জামা পরিয়ে দিয়েছে।’ অভিনেত্রীর মিষ্টি গানের প্রশংসা করেছেন অনেকে।

https://www.instagram.com/tv/CPgJBhuA0NQ/?utm_medium=copy_link

১০ এপ্রিল পরিবারে নতুন সদস‍্য আসার সুখবর দিয়েছিলেন রাজা। তাঁর ছবিতে দেখা যায় ছেলেকে এক হাত দিয়ে আঁকড়ে ধরে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন মধুবনী। রাজা লেখেন, ‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালবাসা দেবেন। পুত্রসন্তান হয়েছে। ঈশ্বরকে ধন‍্যবাদ।’

সম্পর্কিত খবর

X