আজ কমলনাথ সরকারের পতন? বিজেপি গড়তে পারবে সরকার? দেখুন পুরো পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) জারি রাজনৈতিক সঙ্কটের মধ্যে গতকাল সুপ্রিম কোর্ট (Supreme Court) বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে বিধানসভায় আস্থা ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এমনকি এই আস্থা ভোটের ভিডিও রেকর্ডিংও করাতে হবে।

সুপ্রিম কোর্ট এও জানায় যে, বিক্ষুব্ধ বিধায়কেরা যদি বিধানসভায় আসতে চায়, তাহলে মধ্যপ্রদেশের ডিজিপিকে ওনাদের সুরক্ষা দিতে হবে। এবার বড় প্রশ্ন হল যে, রাজ্যে বিধানসভায় বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল গুলোর কাছে কয়টি করে আসন আছে?

এর আগে দোলের দিন বিধানসভার স্পীকার নর্মদা প্রসাদ প্রজাপতি কংগ্রেসের ছয়জন বিধায়কের ইস্তফা স্বীকার করে নেন। এরপর বৃহস্পতিবার কংগ্রেসের আরও ১৬ জন বিধায়কের ইস্তফা মঞ্জুর করা হয়। এই ২২ জনের ইস্তফার পর বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ১১৪ থেকে নেমে ৯২ হয়ে গেছে। যদিও কংগ্রেসকে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর নির্দলীয় বিধায়কেরা সমর্থন করছে। এই সমর্থনের পর বিধানসভায় কংগ্রেসের ৯৯ জন বিধায়ক হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি দলের বিধায়কদের সংখ্যা হল … কংগ্রেস-৯২। ভারতীয় জনতা পার্টি-১০৭। বহুজন সমাজ পার্টি-২। সমাজবাদী পার্টি-১। আর নির্দলীয়-৪।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর