সিলেবাস কমল মাধ্যমিকের, কোন কোন অধ্যায় পড়তে হবে জানিয়ে দিল পর্ষদ

করোনার ধাক্কায় ২৪ মার্চ থেকে বন্ধ স্কুল। যার জেরে মাধ্যমিকের (madhyamik) সিলেবাস কমে যেতে পারে ৪০ শতাংশ এমনটা শোনা গিয়েছিল আগেই। সরকারি স্তরে এই ব্যাপারে আলোচনা শুরু করে দিয়েছিল সিলেবাস কমিটি। সেই সিলেবাস কমিটির সিদ্ধান্ত মেনেই এবার কমে গেল সিলেবাস

মধ্য শিক্ষা পর্ষদ,পার্থ চট্টোপাধ্যায়,মাধ্যমিক,madhya Shikhsa parshad,partha Chattopadhyay,madhyamik,bengali,bengali news

২০২১ সালের মাধ্যমিকের সিলেবাস কমানোর কথা ঘোষনা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের। ইতিমধ্যেই কোন বিষয়ে কতটা সিলেবাস কমানো হয়েছে তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পরিষদ।

বুধবার বিকেলে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও ভারপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে কল্যান গঙ্গোপাধ্যায় জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে ২০২১ সালের মাধ্যমিকের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কি কি পড়তে হবে এবং নম্বর বিভাজন খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যেই সেই নির্দেশও এসে গিয়েছে। দেখা যাচ্ছে বেশ কিছু বিষয়ে ৩০ বা ৩৫ শতাংশের অনেকটা বেশিই বাদ দিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ হিসাবে ভূগোলের কথা ধরা যেতে পারে। ভূগোলের ৭ টি অধ্যায়ের মধ্যে সিলেবাসে রয়েছে মাত্র দুটি। ইতিমধ্যেই যা নিয়ে শিক্ষামহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে সব অধ্যায় গুলি সিলেবাসে নেই। সেই অধ্যায়গুলি ছাত্র-ছাত্রীরা কিভাবে শিখবে তা নিয়েও কোনো সদুত্তর দিতে পারেনি মধ্য শিক্ষা পর্ষদ।

পাশা পাশি,  সিলেবাস কমানো হলেও কোন মাসে পরীক্ষা হবে তা নিয়ে কিছু জানানো হয় নি সরকারি ভাবে।

সম্পর্কিত খবর