বদলাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিয়ম, নতুন নিয়মে কমছে নম্বর

বাংলা হান্ট ডেস্ক : নতুন সিলেবাস চালু হওয়ার পর প্রথমেই 800 নম্বরে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হত কিন্তু পরবর্তীকালে একটি বিষয় এক করে দিয়ে 700 নম্বরে মাধ্যমিক পরীক্ষা হতো কিন্তু এবার আবারও বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার নিয়ম। সিলেবাস কমিটির প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা কারণ এখন থেকেই শোনা যাচ্ছে মাধ্যমিকে সাতটি নয় এবার পড়তে হবে পাঁচটি বিষয় অর্থাত্ মাধ্যমিকের পূর্ণ নম্বর হতে চলেছে 500. ঠিক যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়।

অর্থাত্ এই পাঁচশো নম্বরের ওপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। তবে সেটি কী ভাবে? সিলেবাস কমিটির বৈঠকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকে যেমন বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক করা হয় ঠিক তেমনই মাধ্যমিকে ইংরেজি ও অঙ্ককে বাধ্যতামূলক করা হবে। এর পর আর কোন কোন বিষয় থাকতে চলেছে সে বিষয়ে যদিও এখনও কোনও তথ্য প্রকাশিত হয়নি। তবে 700 নম্বরের বদলে যদি পাঁচশো নম্বরের ফলাফল প্রকাশিত হয় সে ক্ষেত্রে নম্বর পাওয়ার ক্ষেত্রে আর বাধা থাকবে না তাই নম্বর বদল নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে পর্যবেক্ষক মহলে।

যদিও অন্য একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে আগে 700 দম ভরে যে পরীক্ষা নেওয়া হত সেই নিয়মই আপাতত চলবে, তবে উচ্চ মাধ্যমিকে যেমন বেস্ট ফর বাছা হয় ঠিক তেমনই মাধ্যমিকে বেস্ট অফ ফাইভে নম্বর পর্যালোচনা করা হবে। সে ক্ষেত্রে বর্তমানে 25 নম্বর পেলেই উড তিন হওয়ার সম্ভাবনা থাকেই। তবে নতুন নিয়ম চালু হলে পাশ নম্বর কত হবে সে বিষয়ে এখনও কোনও নির্দেশে জারি করা হয় নি। একই সঙ্গে সিলেবাস কমিটির প্রস্তাব নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

সম্পর্কিত খবর