বড় খবরঃ মাধ্যমিকের ফল প্রকাশ আগামী কাল, ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ আজ বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। আগামী কাল বুধবার রাজ্যের এ বছরের মাধ্যমিকের ফল (Madhyamik Result) প্রকাশ হবে বলে জানিয়ে দেন তিনি। এছাড়াও তিনদিন বাদে ১৭ই জুলাই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হতে পারে বলে জানান তিনি। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তখনই ফোন করেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রসচিব ফোনটিকে লাউডস্পীকার করে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা শোনান। আর ফোনের মাধ্যমেই মুখ্যমন্ত্রী আগামীকাল ফল প্রকাশের কথা ঘোষণা করেন। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছাও জানান তিনি।

লকডাউনের ফলে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা বাতিল হলেও নির্বিঘ্নে লকডাউনের আগেই মাধ্যিকের সমস্ত পরীক্ষা হয়ে গেছিল। আর এই জন্য মাধ্যমিকে মেধা তালিকা থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী কাল ১০ঃ৩০ থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারা যাবে। আগের মতই অ্যাডমিট কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেই ভেসে উঠবে রেজাল্ট। তবে মার্কশিট আনার জন্য স্কুলে ছাত্রছাত্রীদের যেতে হবেনা। এর বদলে অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট।
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর