মিছিলের অনুমতি থাকতেও পুলিশের লাঠি চার্জের মুখে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা, ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ মাদ্রাসা শিক্ষকদের (madrasa teachers) মারধরের অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। নিজেদের দাবি দাওয়া জানাতে এসে কলকাতা পুলিশের হাতে নির্মমভাবে অত্যাচারিত হওয়ার অভিযোগ করলেন সরকারী মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে কলকাতায় আসা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা।

মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ
বিষয়টা হল, এই মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) প্রকল্পিত ২৩৫ টি আন-এডেড মাদ্রাসার সঙ্গে যুক্ত প্রায় আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিগত ৮ বছর ধরে মাইনে পাচ্ছেন না। সেইসঙ্গে প্রায় ৪০ হাজার পড়ুয়া সবরকম সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি মিলছে না তাদের প্রাপ্য মিড ডে মিল। সেই কারণে তারা এই আন্দোলন করতে বাধ্য হয়।

আন্দোলনের অনুমতি নেওয়া ছিল আগে থেকেই
শিক্ষকরা জানিয়েছেন, তাদের এই প্রতিবাদী আন্দোলনের কর্মসূচীর বিষয়ে আগে থাকতেই জানানো হয়েছিল কলকাতা কর্পোরেশনকে এবং লালাবাজারকে। এমনকি গান্ধী মূর্তির পাদদেশের দিকে ধাবিত এই আন্দোলন পরিচালনার অনুমতিও নেওয়া হয়েছিল বেঙ্গল আর্মির কাছ থেকে।

অত্যাচারিত হয় মাদ্রাসা শিক্ষকরা
সমস্ত কিছু অনুমতি নেওয়ার পরও তাদের এই নির্মম ভাবে অত্যাচারিত হতে হল বলে অভিযোগ করেছেন শিক্ষক শিক্ষিকারা। তারা অভিযোগ জানিয়েছেন, তাদের সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রমের পোশাক ছিঁড়ে দেয় পুলিশ। এমনকি অত্যাচারিত হতে হয় সংগঠনের রাজ্য সভাপতি জাভেদ মিয়াঁদাদকেও। তাঁকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা লালবাজার থেকে আমরণ অনশন আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর