৪ দিনে মদ বিক্রি করে ১৫০ কোটি টাকার রাজস্ব পেল মহারাষ্ট্র সরকার

বাংলাহান্ট ডেস্ক :মহারাষ্ট্র (maharashtra )চার দিনের মধ্যে মদ (alcohol) বিক্রির মাধ্যমে ১৫০ কোটি টাকা আয় করেছে। এই সপ্তাহেই করোনা সংক্রমন এর ওপর ভিত্তি করে লাল, সবুজ এবং কমলা জোনে ভাগ করেন। আর এর মধ্যে শুধুমাত্র কমলা এবং সবুজ জোনে মদের দোকান খোলা হয়।

পশ্চিমবঙ্গের বিক্রি হয়েছে একশো কোটি টাকার মদ 

পশ্চিমবঙ্গে গত মঙ্গলবার সাতঘণ্টায় বিক্রি হয়েছে একশো কোটি টাকার মদ। ৪০ থেকে ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে দেশি ও বিদেশি মদ উভয় ক্ষেত্রেই। কিন্তু রোজ সকালে দোকান খোলার পর থেকে দুপুর তিনটে পর্যন্ত দোকানে খোলা থাকায় যা ব্যবসা হয়েছে তা অবাক করা।

IMG 20200508 WA0017

করা হচ্ছে মদ ডেলিভারি 

আবার খবর মিলেছিলো মদের ডেলিভারি করা হবে অর্ডার দেওয়ার পর তা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।লকডাউনের কারণে মদ সরবরাহের দোকানগুলি প্রায় চল্লিশ দিন বন্ধ ছিল।রাজ্য আবগারি দফতরের কর্মকর্তারা জানান বৃহস্পতিবার সন্ধ্যা অবধি চার দিনে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

চল্লিশ দিনের পর খোলে মদের দোকান 

করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে লকডাউনের কারণে মদ সরবরাহের দোকানগুলি প্রায় চল্লিশ দিন বন্ধ ছিল। আর করোনা আক্রমণ ঠেকাতে অনেক রাজ্যেই মদ বিক্রি ডেলিভারির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এতে বিপদ কিছুটা হলেও কমবে। মহারাষ্ট্রে ১০,৮২২ গুলি লাইসেন্সযুক্ত মদের দোকান রয়েছে, যার মধ্যে ৩,২২২ টি খোলা হয়েছে। আর রাতারাতি মদের যা বিক্রি হয়েছে মদের দোকানে প্রায় ১৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।১৩৮.২২ লক্ষ লিটার মদ বিক্রি হয়েছে। বিয়ার, ওয়াইন এবং দেশীয় মদ বিক্রি হয়েছে।

সম্পর্কিত খবর