মহারাষ্ট্রের লাতুরে সৎসঙ্গে গিয়ে একই জায়গায় ১৩০০ সাধু-সন্ন্যাসী! ঘুম উড়ল প্রশাসনের

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের কারণে দেশের অনেক মানুষ যেখানেই ছিল সেখানেই ফেঁসে গেছেন। রাজ্য সরকার গুলো তাদের জন্য নানান পদক্ষেপ নিচ্ছে, যাতে করোনা ভাইরাস (Coronavirus) না ছড়িয়ে যায়। কিছু রাজ্যে মানুষকে সেখানেই রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আবার কয়েক রাজ্য থেকে তাদের নিজের বাড়ি পাঠানো ব্যবস্থা করা হচ্ছে। কিছু এরকমই চিত্র মহারাষ্ট্রের (Maharashtra) লাতুর (Latur) জেলা থেকে পাওয়া যাচ্ছে। সেখানে রাঠোডা গ্রামে লকডাউনের কারণে ফেঁসে যাওয়া প্রায় ১৩০০ মানুষকে পুনের একটি গ্রাম যাদববাড়ি পাঠানো হচ্ছে। যাদববাড়ি মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত।

   

যাঁদের যাদববাড়ি পাঠানো হচ্ছে, তাঁরা সবাই রাঠোডা গ্রামে মহানুভব পন্থের সৎসঙ্গ (Satsang) অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এসেছিলেন। আপনাদের জানিয়ে দিই, ফেব্রুয়ারি মাস থেকে সেখানে সৎসঙ্গ চলছি। সৎসঙ্গ চলার সময়েই লকডাউন ঘোষণা করা হয় আর তাঁরা সেখানেই আটকে যায়। চার থেকে পাঁচ দিন আগে সেখানে খুব বৃষ্টি হয় আর সৎসঙ্গের মণ্ডপ ভেঙে পড়ে। খাওয়ার সামগ্রীও খারাপ হয়ে যায়। এই কারণে মহানুভবি সাধকদের মাথা গোঁজার জন্য মন্দির আর স্কুলে আশ্রয় নিতে হয়।

এদের পরিস্থিতি দেখে প্রশাসন এদের বেসরকারি বাসে করে এদের গ্রামে পাঠানোর অনুমতি দিয়েছে। এদের পাঠানোর জন্য ৪৪ আসন বিশিষ্ট একটি বাসে ২২ যাত্রী বসিয়ে পুনেতে তাদের গ্রামে পাঠানো হচ্ছে। আপাতত ৩২ টি বাস উপলব্ধ আছে।

এই বাস গুলোকে করে সব সাধুদের পাঠানোর জন্য তিনদিন সময় লাগবে। এই সৎসঙ্গে অংশ নেওয়া সমস্ত সাধু সন্ন্যাসীদের উপর প্রশাসন কড়া নজর রেখেছিল। এদের পরীক্ষা করানোর পরেই এদের যাদববাড়ি আশ্রমে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর