ঠাকরের পর এবার শিন্ডে শিবিরে বিদ্রোহ, ক্ষুব্ধ বিধায়ক! শোরগোল মহারাষ্ট্রের রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত টালবাহানার পরিস্থিতি মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে। একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনা দল ত্যাগ এবং এর কিছু সময়ের মধ্যেই উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটে সূচনা হয় শিন্ডে-বিজেপি জোট সরকারের আর এবার নয়া সরকারের অন্দরেই সৃষ্টি হল বিতর্কের। সূত্রের খবর, সরকার গঠনের পর বহুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত মন্ত্রী পরিষদের সম্প্রসারণ না ঘটার কারণে একাধিক জল্পনা সৃষ্টি হয় আর এবার মন্ত্রী পদে নিয়োগ নতুন করে বিতর্কের জন্ম দিলো।

উল্লেখ্য, সম্প্রতি শিন্ডে শিবিরের নেতা সঞ্জয় শিরসাট মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি ভিডিও পোস্ট করার মাধ্যমে মহারাষ্ট্র পরিবারের ‘প্রধান’ হিসেবে উদ্ধবকে চিহ্নিত করেন। ঔরঙ্গাবাদ পশ্চিমের বিধায়ক তিনি। ফলে স্বভাবতই এই ট্যুইটের পর জল্পনা ছড়ায় যে, আসলে মন্ত্রিপদ না পেয়ে তিনি ক্ষুব্ধ! যদিও বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই আসরে নামেন সঞ্জয়।

তিনি জানান, “আমার ট্যুইটের উদ্দেশ্য ছিল অন্য। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে, যখন কেউ পরিবারের প্রধান হন কিংবা সেই ভূমিকা পালন করেন, সেই সময় নিজের মতামতের চেয়েও বেশি জরুরি হয়ে পড়ে পরিবারের সদস্যদের মতামতকে সামনে তুলে আনা এবং তাকে সম্মান জানানো।”

তিনি কি শিন্ডে শিবিরের মন্ত্রিপদ না পেয়ে ক্ষুব্ধ। এ বিষয়ে ঔরঙ্গাবাদের বিধায়ক জানান, “আমার যেটা উচিত বলে মনে হয়েছে, তাই বলেছি। এক্ষেত্রে পদ না পাওয়ার সঙ্গে মতামতের কোন সম্পর্ক নেই। আমার এখনো মনে হয় যে, এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে উদ্ধব ঠাকরে ভুল করেছিলে।” যদিও বর্তমানে সঞ্জয়ের এই ট্যুইটের পর ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। তবে  বর্তমানে এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর