মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: জয় জয়কার বিজেপিরই, কার দখলে কটি আসন? দেখুন এবিপি র সমীক্ষা কী বলছে

বাংলা হান্ট ডেস্ক : হাতে বাকি আর মাত্র দুটি দিন তার পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এ বারের নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট বেঁধেছে, তাই কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে গেরুয়া বাহিনী। কারণ নিজেদের ঘোষিত আসনের প্রতিটিতেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু এর মধ্যেই বিজেপিকে আরও স্বস্তি দিল এবিপি নিউজ ও সি ভোটারের প্রাক নির্বাচনী সমীক্ষা। এই সমীক্ষার ফলাফল অনুযায়ী আবারও মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচনে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি।BJP Shiv Sena

তবে শুধুমাত্র বিজেপির ফলাফল যে ভালো হবে এমনটা নয় তার সঙ্গে শিব সেনার ফল কিন্তু আসানুরূপ হবে বলেই বলছে সমীক্ষা। তাই এবারের বিধানসভা নির্বাচনে শিবসেনা ও বিজেপি জোট দুশোর কাছাকাছি আসন পেতে পারে বলেও আভাস দিয়েছে সমীক্ষার তথ্য। জানা গিয়েছে ওই সমীক্ষার ফলাফল বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট মহারাষ্ট্রে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় ফিরছে। তাই কংগ্রেস যতই এনসিপি জোট করুক না কোনওটাতেই লাভ হবে না।

একই সঙ্গে এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষা বলছে গত বারের বিধানসভা নির্বাচনের তুলনায় এ বারে শিবসেনার আসন কমে গেলেও বিজেপির আসন কিন্তু বাড়বে। যেখানে বিজেপি শিবসেনা জোট 194 টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কংগ্রেস ও এনসিপি জোট মাত্র 86 আসনের অধিকারী হতে পারে।

উল্লেখ্য গতবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট আলাদা আলাদা ভাবে লড়েছিল, সেই সময় বিজেপি 122 শিবসেনা 63 কংগ্রেস 42 এনসিপি 41 টি আসন পেয়েছিল। তাই এবারের বিধানসভা নির্বাচনে এবিপি র সি ভোটার সমীক্ষার ফলাফল নির্বাচনী ফলাফলের সঙ্গে কতটা মেলে তা দেখা কার্যত সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর