মহত্মা গান্ধীর মূর্তিকে চরম অপমান করল আমেরিকার বিক্ষোভকারীরা

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকায় অশ্বেত জর্জ ফ্লয়েড এর মৃত্যুর বিরুদ্ধে হওয়া প্রতিবাদের সময় ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর (mahatma gandhi) প্রতিমাকে অপমান করে আন্দোলনকারীরা। প্রদর্শনকারীরা জাতীর জনক মহাত্মা গান্ধীর প্রতিমাকে কাপড় দিয়ে ঢেকে দেয়। সংবাদ সংস্থা ANI অনুযায়ী, ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ এই ঘটনার তদন্ত করছে। আমেরিকায় থাকা ভারতীয় দূতাবাসের তরফ থেকে আপাতত কোন বয়ান সামনে আসেনি।

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বুধবার ফক্স নিউজে বলেন, আমাদের সবার উচিৎ আইন শৃঙ্খলা বজায় রাখা, উনি বলেন, দেশের যেসব জায়গায় এই হিংসা ছড়িয়েছে সেখানে শাসক দল রিপাবলিকান পার্টি ক্ষমতায় নেই।

ওয়াশিংটনে একটি দোকান থেকে নকল টাকা দিয়ে সামগ্রী কেনার অপরাধে জর্জকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ অনুযায়ী, জর্জের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, সে ২০ ডলারের নকল নোটের মাধ্যমে দোকান থেকে কেনাকাটার চেষ্টা করে।

এরপর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এক পুলিশ আধিকারিক জর্জকে মাটিতে শুইয়ে তাঁর কাঁধে হাঁটু গেঁড়ে বসে। প্রায় আট মিনিট পর্যন্ত জর্জের গলায় চাপ দিয়ে থাকে ওই পুলিশ অফিসার। এমনকি জর্জ এও বলে যে, আমি শ্বাস নিতে পারছি না। কিন্তু ওই পুলিশ অফিসার জর্জের কোথায় কর্ণপাত না করে তাঁর গলায় হাঁটু গেঁড়ে বসেই থাকে। আর এর ফলে জর্জের মৃত্যু হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর