মডেলিংয়ে সুযোগ দেওয়ার নামে যৌন শোষন মহিলাদের, কোম্পানিকে প্রচারের জন‍্য মহেশ-উর্বশী-মৌনিকে নোটিশ

বাংলাহান্ট ডেস্ক: মহেশ ভাট (mahesh bhatt), উর্বশী রাউতেলা (urvashi rautela), মৌনি রায় (mouni roy) সহ আরও তিনজন তারকাকে নোটিশ (notice) পাঠালো জাতীয় মহিলা কমিশন (national commission for women)। মহিলাদের যৌন শোষন ও নিপীড়নের জন‍্য অভিযুক্ত একটি মডেলিং কোম্পানিকে প্রচার করার জন‍্য মোট ছয় জন তারকাকে নোটিশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
এই প্রসঙ্গে একটি টুইট করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। টুইটে লেখা হয়, ‘মহিলাদের উপর আইএমজি ভেঞ্চারের প্রোমোটার সানি ভার্মার যৌন ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে পরি ফর ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা যোগিতা ভয়ানার অভিযোগের ভিত্তিতে সাক্ষীর বয়ান রেকর্ড করার জন‍্য মহেশ ভাট, উর্বশী রাউতেলা, ইশা গুপ্তা, মৌনি রায়, রণবিজয় সিংহ ও প্রিন্স নারুলাকে নোটিশ পাঠানো হল। ডেকে পাঠানো বা অন‍্যভাবে যোগাযোগ করার জন‍্য বলা সত্ত্বেও তাঁরা উত্তর দেননি বা মিটিংয়ে আসার প্রয়োজন বোধ করেননি।’

   

আরও একটি টুইটে বলা হয়, এই মর্মে কমিশন দৃঢ় পদক্ষেপ নিয়েছে। মিটিংয়ের পরবর্তী তারিখ ধার্য হয়েছে ১৮ অগাস্ট সকাল ১১:৩০ মিনিটে। ওইদিনও যদি এই তারকারা উপস্থিত না থাকেন তবে যথাযথ ব‍্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

যোগিতা ভয়ানার অভিযোগের ভিত্তিতেই এই মামলায় ডেকে পাঠানো হয় মহেশ ভাট, মৌনি রায়দের। একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন মডেলিংয়ে সুযোগ দেওয়ার নাম করে কিভাবে যৌন ও মানসিক শোষন চালানো হচ্ছে মহিলাদের উপর। তিনি দাবি করেন, বলিউডেরও প্রচ্ছন্ন মদত রয়েছে ওই কোম্পানির উপরে। মৌনি রায়, ইশা গুপ্তা, সোনু সূদ, উর্বশী রাউতেলাকেও দেখা যায় কোম্পানির হয়ে প্রচার করতে।

১৫ জুলাই ভিডিও বার্তাটি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন যোগিতা ভয়ানা। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে আসতেই নোটিশ পাঠানো হয় ওই তারকাদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর