৫০ বছরের মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণ! মহেশতলায় অভিযুক্তর বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার মহেশতলার (Maheshtala) মণ্ডলপাড়ায় ফাঁকা ঘরে ঢুকে ৫০ বছরের এক মহিলাকে গলা টিপে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে স্বামীহারা হয়েছেন ওই মহিলা। নির্যাতিতা  মহিলা নিজের বাড়িতে একাই থাকতেন। তার এক ছেলে রয়েছেন ,কাজের সূত্রে সে বাইরে থাকে। এদিন সকালের এই ঘটনায় রীতিমতো শোরগোল পরে যায় গোটা এলাকায়।

ঠিক কি ঘটেছিল? জানা যায় মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় অভিযুক্ত যুবক জোর করে ওই মহিলার ঘরে ঢুকে পরে। তারপর তার গলা টিপে ধরে তাকে ধর্ষণ করে। এরপর নির্যাতিতা অচৈতন্য হয়ে পড়লে তড়িঘড়ি পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তারপর কি করবে সেই কুল কিনারা না পেয়ে নিজের অপকর্মের কথা নিজ মুখে পরিবারকে জানায় সে। এরপরেই ওই যুবকের বাবা স্থানীয়দের নিয়ে মহিলার ঘরে যান। সেখানে পৌঁছে দেখেন তখনো অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সেই মহিলা।

এরপরই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় খিদিরপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় নির্যাতিতা মহিলাকে।

অন্যদিকে ক্ষোভে অভিযুক্ত যুবকের বাড়ি ও দোকান ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় মানুষ। পরবর্তীতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককেও।

Women,Mahestala,South 24 Parganas,Rape,মহিলা,মহেশতলা,দক্ষিণ ২৪ পরগনা,ধর্ষণ।

স্থানীয় এক বাসিন্দার কথায় , ‘আমরা দেখছি ওই ছেলেটা এসে ধর্ষণ করে বাইরে চলে গেছে। তারপর পুলিশকে বলেছি। পুলিশ আসার পর আমরা বাড়ি এসে দেখি ওনার গলা থেকে রক্ত বের হচ্ছে। শরীরে জামা কাপড় নেই। নাক দিয়েও রক্ত বের হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম মারা গিয়েছে। তারপর দেখি নিঃশ্বাস নিচ্ছে। সঙ্গে-সঙ্গে আমরা ওনাকে হাসপাতালে নিয়ে পৌঁছই।’

জানা গিয়েছে অভিযুক্ত যুবকের বাবা এলাকার প্রতিষ্ঠিত পোশাক ব্যবসায়ী বলে জানা গেছে। অন্যদিকে নির্যাতিতার শারীরিক অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর