চুনোপুঁটি স্কটল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের হারের আসল কারণ জানালেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ

বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশের বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর প্রথম দিনের ম্যাচেই দেখা গিয়েছে এক বিশাল উলট পুরাণ। বিশ্বকাপের বাছাইপর্বের এই ম্যাচে অনভিজ্ঞ স্কটল্যান্ড বাংলাদেশকে হারিয়ে রীতিমতো সংবাদ শিরোনামে উঠে এসেছে। ভারতীয় ক্রিকেটে এমনই এক অঘটন ঘটেছিল ২০০৭ সালে, সেবার বিশ্বকাপে অনভিজ্ঞ বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতকে। আর এবার কার্যত একই ঘটনা ঘটল বাংলাদেশের সঙ্গেও। মাত্র ১৪০ রান তাড়া করতে নেমে ৬ রানে লজ্জার পরাজয় স্বীকার করল বাংলা টাইগাররা।

ম্যাচের পর এবার এই হার সম্পর্কে মুখ খোলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি জানান, “আমি মনে করি উইকেট যথেষ্ট ভাল ছিল। ১৪০ রান আমাদের সহজেই তাড়া করা উচিত ছিল। কিন্তু আমরা মাঝখানে বড় ওভার পাইনি, ওদের বোলাররা দারুন বল করেছে এবং আমাদের ব্যাটসম্যানরা অত্যন্ত খারাপ খেলেছেন।” একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৩ রানেই ৬ উইকেট হারিয়ে ছিল স্কটল্যান্ড। কিন্তু তারপর সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন ক্রিস গ্রীভস।

সাত নম্বরে ব্যাট করতে আসা ক্রিস গ্রীভসের আক্রমণের সামনেই কার্যত দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের বোলিং বিভাগ। মাত্র ২৮ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ১৪০ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেন তিনি। এই সময় বাংলাদেশ কি কোথাও আত্মতুষ্টিতে ভুগছিল? মাহমুদউল্লাহকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মনে হয় না তেমন কিছু ঘটেছে, আমরা জয় থেকে মাত্র একটি উইকেট দূরে ছিলাম। সব কৃতিত্ব স্কটল্যান্ড ব্যাটসম্যানদের যারা কামব্যাক করে এই ম্যাচ জিতে নিয়েছে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ,আরব আমিরশাহী,বাংলাদেশ ক্রিকেট দল,বাংলাদেশ বনাম স্কটল্যান্ড,মাহমুদউল্লাহ,বিসিবি,T20 World Cup,UAE,Bangladesh Cricket Team,Bangladesh vs Scotland,Mahmudullah,BCB

একই সঙ্গে নিজের দলের প্রতিও তিনি হতাশ তাও তাও এদিন স্পষ্ট করে দেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “যখন আপনি ১৪০ রান তাড়া করতে ব্যর্থ হন, তখন বুঝতে হবে কোন বড় সমস্যা রয়েছে। যা দ্রুত সমাধান করা প্রয়োজন।” জানিয়ে রাখি এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছিল স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রানে করতে পেরেছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপ সফরের শুরুতেই এ যে একটি বড় অঘটন তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর