বিধানসভা উপনির্বাচনে ভরসা মহুয়া মৈত্র, করিমপুরে প্রচার শুরু তাঁকে নিয়েই

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগে মহুয়া মৈত্রের দিলীপ ঘোষের সঙ্গে ফোনালাপের পর রাজ্যে রাজনৈতিক মহলে তাঁর দল বদলের প্রসঙ্গ উঠে এসেছিল৷ যদিও প্রকাশ্যে তিনি কিছুই মুখ খোলেননি কিন্তু পরে জানা যায় রায়দিঘির সাংসদ দেবশ্রী রায়কে দলে নেওয়া নিয়ে নাকি মহুয়া মৈত্র দিলীপ ঘোষকে ফোন করেছিলেন৷ যদিও কৃষ্ণনগরের এই সংসদের ফোনালাপ নিয়ে রাজ্যে শাসক শিবিরের তরফে কিছুই শোনা যায়নি৷ যেহেতু 39 বছরের বাম দুর্গে জোড়া ফুল ফুটিয়েছেন মহুয়া মৈত্র তাই তাঁর কদর একটু হলেও আলাদা৷ তাই তো এবার বিধানসভা উপনির্বাচনে তৃণমূল যেমন পুরনো প্রার্থী ও দলের পুরনো সদস্যদের ওপর আস্থা রেখেছেন ঠিক তেমনি মহুয়ার উপরই ভরসা রাখলেন সকলে৷Bimalendu Singha Roy

আসন্ন বিধানসভা উপনির্বাচনে করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায় নিজের প্রচারে মহুয়া মৈত্রকে রাখলেন সামনেই৷ যেহেতু বিজেপি এখনও অবধি প্রার্থী ঘোষণা করেনি তাই তার আগে ভোটের ময়দানে লড়াই এগিয়ে রাখতে প্রচার কাজটি আগে থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল৷ প্রচারকে বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে নিয়েছে রাজ্যের শাসক শিবির৷ শুক্রবার থেকে প্রথম প্রচার শুরু করেন বিমলেন্দু সিংহরায়, জানা গিয়েছে এদিন করিমপুর সংলগ্ন মহিষ বাথান থেকে করিমপুর জামতলা মোড় অবধি প্রচার চলে৷ আর এই প্রচার চলাকালীন বিমলেন্দু সিংহরায় ও দলের অন্যান্য নেতৃত্বদের সর্বক্ষণের সঙ্গী ছিলেন মহুয়া মৈত্র৷

যেহেতু সপ্তদশ লোকসভা নির্বাচনে করিমপুরের প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ পদ পেয়েছেন তাই কিছুটা হলেও তাঁর ওপর আস্থা রাখছে শাসক শিবির৷ এ দিন প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূলের করিমপুর এক ও দুই নম্বর ব্লকের সভাপতি তরুণ ঘোষ রাজু মল্লিক সহ বিধানসভা কেন্দ্রের সমস্ত নেতারা৷ তবে প্রচারের সময় স্থানীয়দের কাছ থেকে যে সারা বিমলেন্দু বাবু পেয়েছেন তাতে বেশ খুশি তিনি৷

সম্পর্কিত খবর