নববর্ষে সুখবর, শীঘ্রই খুলবে মাজেরহাট স্টেশন! জানা গেল দিনক্ষণও

বাংলাহান্ট ডেস্ক: বেহালাবাসীর জন্য সুখবর! একাধিকবার পিছিয়ে পড়ার পর জোকা – বিবাদীবাগ মেট্রোর (Kolkata Metro) আরও একটি অংশ চালু হতে চলেছে। ইতিমধ্যেই জোকা থেকে তারাতলা অবধি পার্পল লাইনে মেট্রো চলছে। এ বার মাঝেরহাট মেট্রো স্টেশনও জুড়ে যেতে চলেছে এই নেটওয়ার্কের সঙ্গে। এ বিষয়ে সুখবর দিয়েছে মেট্রো রেল। এর ফলে আরও একটু সুবিধা হতে চলেছে বেহালাবাসীর। 

বিভিন্ন কারণেই এর আগে একাধিক বার এই লাইনের কাজ শেষ হওয়ার সময়সীমা পিছিয়ে গিয়েছে। তবে এ বার এই প্রথম উল্টোটা হল। আগামী অক্টোবর অর্থাৎ পুজোর মাসে চালু হওয়ার কথা ছিল জোকা – বিবাদীবাগ মেট্রোর অন্তর্গত মাঝেরহাট মেট্রো স্টেশন। কিন্তু এ বার সেই সময়সীমা এক মাস এগিয়ে এনেছেন মেট্রো কর্তৃপক্ষ। সুতরাং অক্টোবরের পরিবর্তে সেপ্টেম্বরেই জোকা থেকে মাঝেরহাট অবধি চলবে মেট্রো। 

Kolkata Metro

দুর্গাপুজোর আগেই পুরোদমে মাঝেরহাট মেট্রো স্টেশন চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেই মতোই লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। এই লক্ষ্যে পৌঁছতে জোরকদমে চলছে মাঝেরহাট মেট্রো স্টেশন প্রস্তুত করার কাজ। জানা গিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত মাঝেরহাট সেতু বন্ধ রেখে বর্ধমান রোড ক্রসিংয়ে একটি গার্ডার বসাতে চলেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই গার্ডারটি ওই রুটের দীর্ঘতম গার্ডার।

মেট্রোরেল সূত্রে খবর, ওই গার্ডার বসানো হয়ে গেলে নির্মাণ সংক্রান্ত আরও কিছু কাজ বাকি থাকবে। সেগুলি হয়ে গেলেই এখানে লাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। তারপর শুরু হবে পরীক্ষামূলক দৌড়। নির্মাণ এবং সুরক্ষা বিষয়ক কাজ দ্রুত শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই মাঝেরহাট মেট্রো স্টেশন চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে মেট্রো রেলের। আপাতত মাঝেরহাট স্টেশন টার্মিনাল স্টেশন হিসেবে কাজ করবে। 

গত বছর ৩০ ডিসেম্বর প্রথম দফায় জোকা – বিবাদীবাগ মেট্রো লাইনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারি থেকে জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু হয়। তবে এতে যাত্রীরা একেবারেই খুশি হননি। তাঁদের বক্তব্য, এই লাইন চালু হলেও তাঁদের কোনও লাভ হচ্ছে না। ফলে লাভ হচ্ছে না মেট্রোরও। তবে এ বার আর কাজে দেরি করতে চাইছে না মেট্রো। তাই দ্রুত মাঝেরহাট অবধি মেট্রো চালানোর কাজ করছে তারা। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর