চীনকে বড় ঝটকা দিলো ভারতের “মেক ইন ইন্ডিয়া ” : সবথেকে বড় কোম্পানি Samsung বাতিল করলো চীনকে

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে চিন৷ তাই ভারতকে কোণঠাসা করতে যেমন পাকিস্তান উঠে পড়ে লেগেছে তেমনই চিন পাকিস্তানের মতোই ভারতকে বিপর্যস্ত করতে এই বাড়ি প্রস্তুত৷ তবে ভারতও কিন্তু ছাড়ার পাত্র নয় তাই এবার ভারতের মেক ইন ইন্ডিয়া জোর ঝটকা দিলেও চিনকে৷ বিশ্বের সর্ববৃহ স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যামসাং চীনে ফোন উত্পাদন সুবিধা বন্ধ করে দিল৷ তাই স্যামসাং কে ভারত উত্পাদনের বেশ বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে৷samsung galaxy a10 32gb dual sim blue

তাই চিনা উত্পাদন ক্ষেত্রে এটি একটি বিরাট বড় ধাক্কা বলেই মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা৷ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিদ মেজর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন চাহিদার ভিত্তিতে তাঁদের ফোন উত্পাদন নির্ভর করে, তাই এবার বিশ্বের উত্পাদন কৌশলের ভিত্তিতে এবং বাজারের প্রয়োজনে সরঞ্জাম গুলি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং সাইটে বরাদ্দ করা হবে আবার৷ গত কয়েক বছরের হিসেবের নিরিখে দেখা গেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলি চীন থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় স্মার্টফোন উত্পাদন নতুন করে শুরু করেছে

কারণ হিসেবে উঠে এসেছে চীনা বাজারে জায়গা এবং শ্রমিকের দাম বেশি হওয়ার কারণে চিনে স্মার্টফোন উত্পাদন অনেকটাই কমে গিয়েছে৷ আসলে চীন দেশে সেখানকার বাসিন্দারা অত্যন্ত কম মূল্যে তাঁদের দেশের প্রযুক্তিতে তৈরি উচ্চ মানের স্মার্টফোন স্বল্প মূল্যে কিনছে তা ই সেখানে স্যামসাংয়ের জায়গা খুব ছোট হয়ে এসেছে, এমনটাই বলছেন বেশির ভাগ প্রযুক্তিবিদরা৷

অন্য দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে নয়ডায় বিশ্বের সর্ববৃহত্ মোবাইল উত্পাদন কারখানা তৈরি করতে চলেছেন যেখানে 120 কোটির বেশি মোবাইল উত্পাদন সম্ভব হবে পাশাপাশি পূর্ব মধ্য এবং আফ্রিকার জায়গাগুলিতে রফতানি ও আমদানি ক্ষেত্রেও বিশেষ সুবিধা হবে৷ আর সেখানেই স্যামসাং4,915 কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছে৷ তাই দেশের মাটিতে ব্যবসা করলে সব থেকে বেশি লাভবান হবে বলেই চীন থেকে উত্পাদন সরিয়ে নিচ্ছে স্যামসাং, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷

সম্পর্কিত খবর