খবরের কাগজ দিয়ে বানাল ট্রেন, রেল কর্তৃপক্ষও ফ্যান এই খুদের, ভাইরাল হল ছবি

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনে বাড়িতে বসে মানুষের বিভিন্ন প্রতিভার ছবি বহুবার ভাইরাল (Viral) হয়েছে নেটদুনিয়ায়। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবাককর ঘটনার সাক্ষীও থেকেছে স্যোশাল মিডিয়া। তবে এবার খবরের কাগজ (News paper) দিয়ে ট্রেন (Train) বানিয়ে সকলকে অবাক করে দিল এক খুদে। যা দেখে উৎফুল্ল রেল কর্তৃপক্ষও।

ট্রেনের মডেল
সমস্ত কাগজ পত্রের থেকে সংবাদপত্রের কাগজ সবথেকে পাতলা বলেই জানি আমরা। কিন্তু এই পাতলা কাগজকে কাজে লাগিয়েই একটা আস্ত ট্রেন বানিয়ে ফেলল এক খুদে। তাও আবার মাত্র তিনদিনেই। কেরালার ত্রিসুরের মাত্র ১২ বছরের এই যুবক অদ্বৈত কৃষ্ণ (Adwaith krishna) খবরের কাগজের টুকরো জুড়ে জুড়ে বানিয়ে ফেলেছে একটি ট্রেনের মডেল। যা বর্তমানে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

new2

উচ্ছ্বসিত রেল কর্তৃপক্ষও
ছোট অদ্বৈত কৃষ্ণের বানানো এই ট্রেনের মডেল দেখে অবাক হয়ে যার রেল কর্তৃপক্ষও। তারা এই ছোট ওস্তাদকে অনেক বাহবা দিয়েছে। তাঁকে উৎসাহ দিতে অদ্বৈত কৃষ্ণ এবং তাঁর বানানো ট্রেনের ছবি তুলে রেল কর্তৃপক্ষ নিজেদের অফিসিয়াল সাইটেও পোস্ট করে।

new 3 1

ভাইরাল হয় ছবি ভিডিও
রেল কর্তৃপক্ষ তাঁদের অফিসিয়াল সাইটে সেই ট্রেনের ছবি এবং ভিডিও পোস্ট করে লিখেছে, অদ্বৈত কৃষ্ণ এই মডেলটি তৈরি করেছে। এই অসাধারণ মডেলটি তৈরি করার জন্য তাঁকে আমরা অনেক উৎসাহ দিচ্ছি। মাত্র ১২ বছর বয়সেই তাঁর অসামান্য হাতের কাজের দ্বারা খবরের কাগজ দিয়েই একটি ট্রেন বানিয়েছে মাস্টার অদ্বৈত। এবং এই আকর্ষনীয় ট্রেনের মডেলটি তৈরি করতে তাঁর মাত্র ৩ দিন সময় লেগেছে। যা ইতিমধ্যেই বহুল পরিমাণে ভাইরাল হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর