ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চাইল মালয়েশিয়া, ওষুধের জন্য হল ভারতের শরণাপন্ন

বাংলাহান্ট ডেস্কঃ নিভে যাওয়া বন্ধুত্বের (Friendship) আলো আবার জ্বলে উঠল ভারত -মালেয়শিয়ার (Malaysia) মধ্যে। ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য করোনা প্রতিরোধের সাময়িক ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন চাইল মালেয়শিয়া। করোনা পরিস্থিতি সামাল দিতে বর্তমানে এই ওষুধ অত্যন্ত প্রয়োজনীয়। তাই বিভিন্ন দেশের মতই বিবাদ ভুলে গিয়ে এবার ভারতের থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন চাইল মালেয়শিয়া।

Image 1

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় UNSC -তে ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল মালেয়শিয়া। এই ঘটনার পর থেকেই ভারত মালেয়শিয়ার থেকে পাম তেল আমদানী বন্ধ করে দেয়। যার ফলে দুই দেশের মধ্যেকার সম্পর্কে ভাঙ্গন ধরে। কিন্তু বর্তমানে সেই ভাঙ্গন জোড়া লাগাবার কাজে অংশ নিল হাইড্রোক্সিক্লোরোকুইন। বর্তমানে এই ওষুধ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সাময়িকভাবে সুস্থ রাখেছে। তাই আমেরিকা প্রথম ভারতের কাছে এই ওষুধের দাবী জানায়। ভারত প্রথমে এই ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও, পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা বাতিল করে আমেরিকাসহ আরও অন্যান্য সংকটপূর্ণ দেশে এই ওষুধ রপ্তানি করে।

এই ওষুধের সুফলের কথা চিন্তা করে ভারতের থেকে ১০ লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছিল মালয়েশিয়া। কিন্তু এই পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ ওষুধ না দিয়ে অল্প পরিমাণে ওষুধ পাঠাতে সম্মত হয় ভারত। তাই গত  ১৪ এপ্রিল মালয়েশিয়াকে ৮৯,১০০ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানি করে ভারত সরকার। জীবনদায়ী ওষুধ পেয়ে এখন কিছুটা বন্ধুত্বের সম্পর্কের পুরাবৃতি ঘটতে চলেছে ভারত- মালেয়শিয়ার মধ্যে।

modi 222 1

করোনা ভাইরাস সমগ্র বিশ্বে বিস্তার লাভ করছে। বিশ্বে এখনও অবধি আক্রন্তের সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজারেরও বেশি মানুষ। এবং ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩০ হাজারের অধিক মানুষ। মালেয়শিয়াতেও এই রোগ বিস্তার লাভ করছে। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে এবং মৃত প্রায় ৮২ জন। এই মারণ ভাইরাস ধীরে ধীরে বিশ্বের সমগ্র দেশে নিজের প্রভাব বিস্তার করে নিচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর