মালদ্বীপের ৭ নাগরিককে চিন থেকে দিল্লি ফেরত নিয়ে আসা নিয়ে ভারতকে ধন্যবাদ জানালেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী

চিনে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক শুরু হওয়ার পর পরই ভারত সরকার তাদের সকল নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে নিয়েছে। এরই মধ্যে কেরালাতে ভারতের দ্বিতীয় করোনা ভাইরাসের ঘটনা ঘটেছে। তাই এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা ভাইরাস নিয়ে রবিবার একটি ঘোষণা করে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অই করোনা আক্রান্ত রোগীকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। এখন অবধি তার অবস্থা ঠিক রয়েছে, এবং তার খুব ভাল চিকিৎসা করা হচ্ছে। রিপোর্টে এও বলা ছিল, যে সেই রোগীর চিন যাত্রার ইতিহাস রয়েছে, এবং মনে করা হচ্ছে সেখান থেকেই করোনা ভাইরাস তার দেহে এসেছে।

7 citizen

আপনাদের জানিয়ে রাখি, করোনা ভাইরাস নিয়ে চলা জরুরি অবস্থার কারনে, ভারত সরকার চিনের বুহান প্রদেশে থাকা সব ভারতীয় ছাত্রদের বিমানে করে ভারতে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বুহান থেকে ৩২৩ জন ভারতীয় ছাত্রদের বিশেষ বিমানে করে ভারতে নিয়ে এসেছে। এই ৩২৩ জন সহ ভারতের এই নিয়ে ৬৪৭ জন নাগরিক ভারতে ফিরে এসেছেন যারা অন্যত্র ছিলেন।

মালদ্বীপের ৭ নাগরিককেও ভারতে আনা হয়েছে-

ভারতে ফিরিয়ে নিয়ে আসা সমস্ত নাগরিকের মধ্যে বেশিরভাগই ছাত্র, যাদের বর্তমানে ভারতীয় আর্মির মানসেরে বানানো আইসোলেটেড হলে রাখা হয়েছে। ডাক্তাররা সবসময়ে তাদের নজরে রাখবে, এমনটাই জানানো হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এর সঙ্গেই মালদ্বীপের ৭ জন নাগরিককেও রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। প্রসঙ্গত, বুহান থেকে আসা এই বিশেষ বিমানটি চিন থেকে ভোর রাত ৩.১০ এ রওনা দিয়েছিল।

মালদ্বীপের বিদেশ মন্ত্রীর বক্তব্য-

চিনে ভারতের অ্যাম্বাসাডর বিক্রম মিস্ত্রী জানান ওই বিমানে ৩২৩ জন ভারতীয় নাগরিকের সাথে মালদ্বীপের ৭ জন নাগরিক ছিলেন। মালদ্বীপের বিদেশ মন্ত্রী আব্দুল্লা শাহিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর কে উদ্দেশ্য করে বলেন যে, তারা ভারতের প্রতি কৃতজ্ঞ যে তাদের ৭ জন নাগরিককে বুহান থেকে ফিরিয়ে এনে দিল্লিতে উপযুক্ত চিকিৎসা তারা দিচ্ছেন।

ভারতে এই নিয়ে হয়ে গেল ২ টি করোনা ভাইরাসের ঘটনা-

ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতীয় এবং মালদ্বীপের চিন থেকে ফেরত আনা নাগরিকদের দিল্লির ছাওলা এবং মানসের ক্যাম্পে রাখা হবে। এদের সকলকে বিশেষ নজরদারির মধ্যে বেশ কিছুদিন যাবত থাকতে হবে, যে সময়ে তারা অন্য কোন মানুষের সঙ্গে দেখা সাক্ষ্যাত করতে পারবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই ২ টি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে গিয়েছে, এবং দুটি ঘটনাই কেরালার।

সম্পর্কিত খবর