“মোদি এত মিথ্যা কথা বলে যে, ওনার কান ধরে উঠবস করা উচিত”: মমতা ব্যানার্জি

 

বাংলা হান্ট ডেস্ক ঃ গত পরশু বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শো কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর কলেজ চত্বর। কলেজের ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বাংলার ইতিহাসে যা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

এই মূর্তি ভাঙার ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরকে দোষারোপ করছে। নির্বাচন কমিশন তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে আজ রাত দশটার পরে আর প্রচার করা যাবে না তাই তার আগেই নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূর্তি ভাঙ্গার প্রসঙ্গ নিয়ে বললেন, “অমিত শাহের রোড শো তে তৃণমূলের গুন্ডাদের হিংসার ঘটনা আমরা দেখলাম। ওরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে। আমরা সবাই বিদ্যাসাগরের দর্শনে চলি। ওই জায়গায় আরও বড় মূর্তি করে দেব।” প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির পর তাকে পাল্টা দিতে পিছুপা হননি মুখ্যমন্ত্রীও।

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মূর্তি ভেঙে বানিয়ে দিলে হয় না। বাংলা মোদির কাছে ভিক্ষা চায় না। মথুরাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে এভাবেই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,” অমিত শাহ এর নেতৃত্বে মূর্তি ভাঙ্গা হয়েছে তৃণমূল মূর্তি ভেঙেছে প্রমাণ দিতে পারলে জেল খাটব। মোদি এত মিথ্যা কথা বলে যে ওনার কান ধরে উঠবস করা উচিত।ফেক ভিডিও ছড়াচ্ছে বিজেপি।” এমন ভাবেই প্রধান মন্ত্রীর কথার পাল্টা দেন মমতা ব্যানার্জি।

সম্পর্কিত খবর