একদিন দেশের নামও পাল্টে দেবে! ই-স্কুটারে করে নবান্নে পৌঁছেই কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রোজই দাম বাড়ছে জ্বালানির। আজ গোটা দেশে ২৫ টাকা করে সিলেন্ডার প্রতি দাম বেড়েছে এলপিজির। আরেকদিকে, পেট্রোল-ডিজেলের দামও আকাশ ছোঁয়া। পেট্রোলের দাম সেঞ্চুরি পার করা সময়ের অপেক্ষা মাত্র। আর এভাবে জ্বালানির দাম দিনদিন বেড়ে চলায় অভিনব প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ইলেকট্রিক স্কুটি করে নবান্নে যান। ওনার স্কুইটির চালক ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

মুখ্যমন্ত্রী বলেন, ‘চ্যারিটি বিগান অ্যাট হোম” তাই তিনি নিজেই প্রতিবাদের পথে নেমে পড়েছেন। সকালে যেমন ইলেকট্রিক স্কুটারে করে নবান্নে গিয়েছেন। তেমনই বিকেলে এই স্কুটারে করেই বাড়ি ফিরবেন তিনি।

বলে রাখি, দেশজুড়ে জ্বালানির দাম বৃদ্ধিতে ২০ আর ২১ ফেব্রুয়ারি পথে নেমেছিল তৃণমূল। স্বয়ং তৃণমূল নেত্রী দলের নেতা-কর্মীদের রাজ্য জুড়ে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিলেন। এরপর জনতাকে স্বস্তি দিতে রাজ্যে তেলের দামে ১ টাকা করে সেস ছাড়ারও ঘোষণা করেছে রাজ্য সরকার। সামনেই বিধানসভার নির্বাচন, আর সেই নির্বাচনে এবার তেল, গ্যাসের দামে অস্বাভাবিক বৃদ্ধিকেই হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

নবান্নে পৌঁছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এমনকি গুজরাটের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদীর নামে করা নিয়েও প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আজ স্টেডিয়ামের নাম পাল্টেছে, কাল হয়ত দেশের নাম পাল্টে দেবেন। এছাড়াও তিনি বেসরকারিকরণের তীব্র বিরোধিতাও করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর