করোনা আর ষড়যন্ত্র দুইয়ের বিরুদ্ধে জিতবে বাংলা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বলেন, আমারা যখন করোনা আর আমফানের বিরুদ্ধে লড়াই করছি, মানুষের জীবন বাঁচানোর কাজ করছি, তখন কিছু রাজনৈতিক দল আমাদের শাসন থেকে সরানোর চেষ্টা করে চলেছে! এটা যখন জানতে পারি, তখন সত্যিই আমার খুব খারাপ লাগে।

উনি বলে, এটা কি রাজনীতি করার সময়? গত তিনমাস ধরে কোথায় ছিল তাঁরা? আমরা মাটিতে কাজ করছি। বাংলা করোনা আর আমফান দুইয়ের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে। ওনার এই মন্তব্য যে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ছিল সেটা বলাই বাহুল্য।

করোনা নিয়ে বিজেপি আর তৃণমূলের রাজনীতি দিনের পর দিন বেড়েই চলেছে। কখনো শ্রমিক ট্রেন নিয়ে তো আবার কখনো করোনায় আক্রান্তদের সংখ্যা নিয়ে। আরেকদিকে তৃণমূলের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম স্পষ্ট বলে দিয়েছেন যে, কেন্দ্র ষড়যন্ত্র করে রাজ্যে করোনার সংখ্যা বাড়াতে চাইছে। উনি বলেন, গুজরাটের থেকে বাংলার পরিস্থিতি অনেক ভালো। তাই বাংলাকে পিছিয়ে দিতে জোর করে রাজ্যে শ্রমিকদের পাঠানো হচ্ছে।

রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা। বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। আরেকদিকে পশ্চিমবঙ্গ এখন তিনটি প্রধান সমস্যায় ভুগছে। একদিকে করোনা, তাঁর উপর আমফান আর শেষে পরিযায়ী শ্রমিক। রাজ্য অনেকদিন আগেই নতুন করে পরিযায়ী শ্রমিক না পাঠানোর আর্জি জানিয়েছিল। কিন্তু একের পর এক শ্রমিক ট্রেন রাজ্যে ধুকেই চলেছে। এরপরই রাজ্যে করোনা আক্রান্তদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর