উত্সবের মরসুমে সুখবর! বেতন বাড়তে চলেছে কলেজের অধ্যাপকদের

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মরসুমেই একের পর এক সুখবর শোনাচ্ছে রাজ্য সরকার৷ এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের শুরু থেকে বেতন কমিশন চালু করার সুখবর শুনিয়েছিলেন৷ যদিও মহার্ঘ ভাতা নিয়ে সে ভাবে কিছুই বলেননি কিন্তু নতুন হারে বেতন কমিশন সুপারিশ মেনে যদি বেতন দেওয়া হয় সে ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়বে তবে এবার সরকারি কর্মচারীদের পর রাজ্যের কলেজের অধ্যাপকদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মঙ্গলবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সমস্ত কলেজের অধ্যাপকদের নিয়ে প্রীতি বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আর সেই বৈঠকেই নতুন বছর থেকে ইউজিসির নিয়ম অনুযায়ী সংশোধিত বেতনক্রম কার্যকর হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে পাল্টাই অধ্যাপকদের বেতন বাড়বে বলে জানিয়ে দিয়েছেন তিনি৷

2016 সাল থেকে 3% হারে ইনক্রিমেন্ট পাবেন অধ্যাপকরা এবং তা লাগু হবে নতুন বছরের শুরু থেকেই৷তবে শুধুমাত্র পার টাইমার অধ্যাপক বা ফুল টাইম অধ্যাপকদের জন্যই নয় গেস্ট লেকচারার ও আংশিক সময়ের অধ্যাপকদের জন্য পাঁচ হাজার টাকা বেতন বাড়বে৷ তবে এ দিন বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রকে তোপ দাগতে ছাড়েননি মুখ্যমন্ত্রী৷ আমাদের সরকার গরিবের সরকার তাও মাথা উঁচু করে চলি, কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাঙ্ক আছে কিন্তু রাজ্যের কাছে তা নেই 50 হাজার কোটি টাকা ঋণ শোধ করার পরেও আমরা বেতন ক্রম বাড়িয়ে যাচ্ছে৷

একই সঙ্গে শিক্ষকদের ও পার্শ্বশিক্ষকদের বেতন ক্রম বাড়ানো নিয়েও এবং শিক্ষক নিয়োগ নিয়েও কথা বলে মুখ্যমন্ত্রী৷ তবে অধ্যাপকদের বেতন প্রাণই শিক্ষকরা অপমানিত বোধ করেছেন এমনটাই বলেছেন আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি৷

সম্পর্কিত খবর