বড় ঘোষনা মমতার; ভেলোর ও দিল্লিতে চিকিৎসা করতে গেলেও মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা

বাংলাহান্ট ডেস্কঃ আবারও কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এবার থেকে ভিন রাজ্যে চিকিৎসা করাতে গেলেও রোগীর পরিবার স্বাস্থ্য সাথীর (swasthya sathi) সমস্তই সুবিধা পাবেন। ভেলোরের সিএমসিতে পাওয়া যাবে এই সুবিধা। ভেলোরের পাশাপাশি দিল্লির এইমস এও এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।

তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট উন্নতি লাভ করলেও রাজ্যের একটা বিরাট অংশের জনগন চিকিৎসা করাতে এখনো ভেলোর সিএমসি ও দিল্লি এইমস এ যান। এবার তাদের জন্য ও স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা নিয়ে এল রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আমরা আরও দুটি হাসপাতালকে যোগ করছি। সেখানেও একইরকম সুযোগ সুবিধা পাবেন স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররা। একটি হল ভেলোরের সিএমসি এবং অন্যটি হল দিল্লির এইমস।’

প্রসঙ্গত, নামমাত্র মূল্যে মাস্ক থেকে শুরু করে পিপিই বিক্রি করবার সিদ্ধান্ত নিল মমতার সরকার । রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের ফেয়ার প্রাইস শপে মাস্ক (mask) ও পিপিই (PPE) বিক্রি করা হবে। মাস্কের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ টাকা। তবে মাস্ক জনসাধারণের জন্য বিক্রি করা হলেও পিপিই বিক্রি করা হবে না বলেই জানা যাচ্ছে।মূলত প্রাইভেট চিকিৎসকদের জন্যই এই ব্যাবস্থা বলে জানা যাচ্ছে। ডাক্তারদের রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করে পিপিই কিনতে হবে।

বেঁধে দেওয়া হয়েছে দামও

রাজ্য সরকার জানিয়েছে, মাস্কের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ টাকা। পিপিই কিটের দাম ৪৬০ টাকা ( হট টেপ)। পাশাপাশি কুল টেপ পিপিই এর দাম ৪৩০ টাকা। বারবার ব্যাবহার করা যাবে এমন দ্বিস্তর পপলিন মাস্কের দাম ১৭ টাকা। চিকিৎসকরা ১০ টি করে পিপিই ও ২৫ টি করে মাস্ক কিনতে পারবেন।

সম্পর্কিত খবর