পুজোর পরে বিশেষ ছুটি ঘোষণা জরুরি পরিষেবার কর্মীদের : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতে (India) মৃতের সংখ্যা বেড়ে ৫। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী করোনা (COVID-19) ভাইরাসের ফলে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৬। ফ্রান্স, ইটালি, জা্র্মানিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতের বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, এছাড়া বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এরমধ্যে করোনা নিয়ে সতর্কতা জানিয়ে ফের অনেক কথা বললেন মমতা বন্দ্যোপাদ্ধায়।

এদিন  নবান্নে দাঁড়িয়ে তিনি বলেন যে “ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, অর্থাৎ যাঁরা এই সময় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা যেহেতু দিন-রাত কাজ করছেন, তাই পুজোর পরে তাঁদের বিশেষ ছুটি দেওয়া হবে” । এদিকে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গতকাল তিনি দেশবাসীদের কাছে অনেক কথা বলেন। Coronavirus bats cave collection 1280x720বলেন এই চরম পরিস্থিতে সতর্ক থাকা দরকার। আর এই সময় কন রকম গুজব না ছড়িয়ে বাড়িতে থেকে যত সম্ভব কাজ করা উচিত। আর বাইরে বেরোলেও সাবধানে থাকা দরকার। আর হাত ধুয়ে মাস্ক পরে সচেতন থাকতে হবে।  গতকাল প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদী জানান “এই সময় জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা দিন-রাত মানুষের সেবা করছেন। তাই এই মানুষদের ধন্যবাদ জানানো উচিত সবার “। পাশাপাশি তিনি আগামী রবিবার ২২ তারিখ কার্ফু জারি করেন। “রবিবার বিকেল ৫টার সময় ৫ মিনিট বাড়ির দরজায় দাঁড়িয়ে হাত তালি দিন, ঘণ্টা বাজান, থালা বাজান।

এভাবেই এই ৫ মিনিট জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান। পারলে ডাক্তারদের ফোন করে ধন্যবাদ দিন।”ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪০৫। চীনে এখনও অবধি মৃত্যু হয়েছে ৩,২৪৫ জনের। চীনকে ছাড়িয়ে ইতালিতে এখন মৃতের সংখ্যা সর্বাধিক। অপরদিকে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেরিয়েছ এবং মৃতের সংখ্যা হয়েছে ২০০। মহামারির আকার ধারণ করে এই রোগ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে।

সম্পর্কিত খবর