‘পরিস্থিতি যাই হোক না কেন, আমার উপর ভরসা রাখুন’- রাজ্যবাসীকে মায়ের মতো আগলে রাখার আশ্বাস মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ কলকাতাবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর, বর্তমানে ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) অভিমুখ মূলত ওড়িশার দিকে। ঘূর্ণিঝড়ের অভিমুখ বদলালেও, রাজ্যবাসীকে মায়ের মতো আগলে রাখার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। পূর্বেকার প্রস্তুতি মত, রাত জেগে পাহারা দেওয়ার কথাও বললেন তিনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের দিক থেকে কিছুটা মুখ ফিরিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের ল্যান্ডফল মূলত হতে চলেছে ওড়িশার পারাদ্বীপ এলাকায়। আপাতত পারাদ্বীপ উপকূল থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, দীঘা থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং সাগরদ্বীপ থেকেও একই দূরত্বে রয়েছে ইয়াস।

এই পরিস্থিতিতে কলকাতায় আমফানের মত পরিস্থিতি না হওয়ার বার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। এরই মাঝে মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী জানালেন, ‘প্রাকৃতিক দুর্যোগকে আটকানোর কোন পথ নেই। তবে আমি মানুষের পাশে আছি। আপনাদের আমি রাত জেগে পাহারা দেব। ২৫ এবং ২৬ তারিখ সারারাত জেগে থাকব আমি। আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা উপর ভরসা রাখুন’।

এই সময় উপকূল এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। উপকূলের বাসিন্দাদের এই বিপদের দিনে বারবার সমস্যায় পড়ার বিষয়েও দুঃখপ্রকাশ করেন তিনি। ঝড় মোকাবিলা করতে গিয়ে করোনা সংক্রমণের কথা ভুলে গেলে চলবে না বলেও, সতর্ক করেছেন তিনি। রিলিফ সেন্টারে মাস্ক ব্যবহারের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে ইয়াস মোকাবিলায় কাকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও একবার জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘৭৪ হাজার সরকারি অফিসার ও কর্মীদের সরাসরি বিপর্যয় মোকাবিলার কাজে মোতায়েন করা হয়েছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দিয়ে প্রায় ৩ লক্ষ মানুষকে নিযুক্ত করা হয়েছে। আমফান থেকে যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের, দরকারে সেনাও নামানো হবে’। মঙ্গলবার সন্ধ্যে ৬ টায় আবারও সাংবাদিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর