বিজেপির জয় পাওয়া জায়গাগুলোতে বেশি অত্যাচার চলছেঃ মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ ভোট পরবর্তীতে হিংসার আগুন জ্বলে উঠেছে বাংলায়। বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছে বিজেপি শিবির। অন্যদিকে এই হিংসার জন্যই গেরুয়া শিবিরের দিকে আঙ্গুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

নির্বাচন মিটিতেই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং এডিজি জাভেদ শামিমকে আবারও পুনর্বহাল করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘বিজেপির জয় পাওয়া জায়গাগুলোতেও অত্যাচার চলছে। এই অশান্তি আর মেনে নেওয়া হবে না। এসপি এবং জেলাশাসককে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য’।

bengal government provided security to the returning officer of Nandigram

মিথ্যে ঘটনা রটাচ্ছে বিজেপি এমনটা অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, ‘অনেক ঘটনা মিথ্যে, আগের ঘটনা এখনকার বলেও চালিয়ে হিংসা ছড়ানো হচ্ছে। এসবে বিশ্বাস করবেন না। সকলকেই অনুরোধ করছি এবার এই হিংসা বন্ধ করুন। সংহতি, সম্প্রীতি, সংস্কৃতির জায়গা হল বাংলা। ভাই বোনদের উপর যাতে কোন অত্যাচার না হয়, তা দেখতে হবে। কেউ অন্যায় করলে পুলিশ ব্যবস্থা নেবেন’।

শপথ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী করলেন নির্বাচন কমিশনকে। তোপ দেগে বললেন, ‘বিগত ৩ মাস ধরেই এই ধরণের ঘটনা ঘটছে। আর এইকদিনে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। এই সময় সমস্ত কিছুই নির্বাচন কমিশনের হাতেই ছিল, আমার হাতে কিছুই ছিল না এই সময়টা’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর