বড় ঘোষনা মমতা ব্যানার্জীর, সুবিধা পাবে একসাথে লক্ষ লক্ষ মানুষ

বাংলাহান্ট-গতকাল ৩ রাজ্যে উপনির্বাচন হয় বাংলায় কালিয়াগঞ্জ করিমপুর ও খড়গপুর সদরে এই তিন এইদিন বিধানসভার উপনির্বাচনের কে জয়লাভ করে তার ওপরে নির্ভর করছে।

আগামী ২০২০, ২০২১ এর পৌরসভা ও বিধানসভা ভোট বিজেপি তিনটি আসনে জয়লাভ করবে কালিয়াগঞ্জ ও খড়গপুর সদরে দ্বারা ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনের বিচারে তারা ১৪হাজার ভোটে হেরে যায় তৃণমূল দাবি করেছে তারা তিনটি আসনে জয়লাভ করবে এখন দেখার বিষয় ২৮ তারিখ শেষ হাসি কে হাসে কিন্তু এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন বেশ কিছুদিন আগে বুদবুদে দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়।

images 4 1

সেই পরিপ্রেক্ষিতে গরিব মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গতকাল ঘোষণা করেন তাদের সবরকম ত্রান দিতে তারা বদ্ধপরিকর কিন্তু তা মানতে নারাজ বিজেপি। বিজেপি অভিযোগ প্রধানমন্ত্রীর পাকা ঘরের জন্য যে অর্থ দেয়, সেই অর্থ এই সরকার ঠিক মতন ব্যবহার করছে না,

 

যদি ব্যবহার করত তাহলে বুদবুদে এত মানুষকে গৃহহীন হয়ে থাকতে হতো না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদবুদে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও সামগ্রিক দেওয়ার জন্য ঘোষণা করেন। এছাড়া প্রত্যেকে যাদের পরিচয় পত্র হারিয়ে গেছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তাদেরকে দ্রুততার সাথে করার জন্য জেলাশাসক কে নির্দেশ দিয়েছেন।

গতকাল মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণা করছেন তখন রাজ্য রাজনীতি তোলপাড়, কারণ করিমপুর এ বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার যখন ভোট লুট করছে বলে দাবি করছেন।

সেই সময় তাকে কয়েকজন যুবক চড়- লাথি -মারে বিজেপি এর প্রতিবাদ জানায় কিন্তু তাতে কর্ণপাত করেনি তৃণমূল। তাদের দাবি কে করেছে কে বা কারা করেছে তা তারা এই বিষয়ে অবগত নয়। মমতার ব্যানার্জী এই ঘোষনা গরীব মানুষের কাজে লাগে কি না সেটা দেখার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর