কংগ্রেসকে আক্রমণ করে প্রচার মমতার, জোট বাঁধার পূর্বেই ভাঙনের ইঙ্গিত

বাংলাহান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একই সুর শোনা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলাতেও। প্রচারের মঞ্চ থেকে আক্রমণ করলেন কংগ্রেসকে। তবে কি দিল্লী গিয়ে যে আলোচনা হয়েছিল, তা এবার উলটো দিকে মোড় নিতে চলেছে? এমনই প্রশ্ন উঠেছে রাজনীতির অন্দরে।

   

দিল্লী সফরে গিয়ে ১০ নম্বর জনপথে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তাঁর পুত্র রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক বেশ ভালো দিকেই এগোচ্ছিল। কেন্দ্রে মোদী বিরোধী জোট গড়ে তুলতে, একে অপরের পাশে থাকার কথা বললেও, এবার মুখ্যমন্ত্রীর কথায় সেই ছন্দে যেন কিছুটা তাল কাটল।

বিষয়টা হল, শুক্রবার ভবানীপুরে প্রচারের মঞ্চ থেকে কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় ৩৪ বছর সিপিএম রাজনীতি করেছে। কত অন্যায় করেছেন ওরা? সিবিআই মামলা করেছে ওঁদের বিরুদ্ধে? কিছুই বলেনি। শুধুমাত্র চিদাম্বরমের গায়ে হাত দিয়েছিল। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে দলের মাথার গায়ে হাত দেয়নি’।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরই ফের জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রে মোদী শক্তিকে হারাতে জোট গঠন অপরিহার্য। তবে মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মধ্যে দিয়ে কি সেই সম্ভাবনাকে জল ঢেলে দিতে চাইছেন?- এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের জোড়া প্রচার সভা থেকে কংগ্রেসকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কংগ্রেস এবং তৃণমূল দুজনেই বিজেপিকে হারাতে চায়। তবে এদের মধ্যে পার্থক্য একটাই- কংগ্রেস বিজেপির কাছে হেরে যায়, আর তৃণমূল বিজেপিকে হারিয়ে দেয়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর